২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৭৫ বাংলা গল্প : কাঞ্চনমালা আর কাঁকনমালা

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : কাঞ্চনমালা আর কাঁকনমালা’ থেকে আরো ৪টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : কাঞ্চনমালা এবং কাঁকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো।
উত্তর : ‘কাঞ্চনমালা আর কাঁকনমালা’ গল্পে কাঞ্চনমালা ছিলেন আসল রানী, তার মধ্যে কোনো অহঙ্কার, জটিলতা ছিল না। অন্য দিকে কাঁকনমালা ছিলেন প্রকৃতপক্ষে দাসী এবং তার স্বভাব ছিল দুষ্ট প্রকৃতির।
প্রশ্ন : গল্পটা তোমার কেমন লেগেছে? বর্ণনা দাও।
উত্তর : গল্পটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। কেননা ‘কাঞ্চনমালা আর কাঁকনমালা’ গল্পটি একটি অসাধারণ গল্প। গল্পটির মধ্যে যেমন বন্ধুত্বের প্রগাঢ়তা আছে, তেমনি আছে রহস্যময়তা। গল্পটির অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত গভীর। এখানে মিথ্যা, অহঙ্কার ও ছলনার পতন ঘটেছে। আর সত্যের জয় প্রতিষ্ঠিত হয়েছে।
প্রশ্ন : বিপরীত শব্দ জেনে নাও এবং ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করো।

 


ক. সন্তানের মৃত্যুতে তিনি--- ধরে রাখতে পারলেন না।
খ.---লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে।
গ. রাসেল বয়সে--- হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।
ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব--- মনে হচ্ছে।
ঙ. বিদ্যুৎ চলে যাওয়ায় চারিদিকে---নেমে এলো।
উত্তর : ক. সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না।
খ. মন্দ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে।
গ. রাসেল বয়সে ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।
ঘ. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে।
ঙ. বিদ্যুৎ চলে যাওয়ায় চারিদিকে অন্ধকার নেমে এলো।
প্রশ্ন : বিপরীত শব্দ লিখ এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করো।
সুখ, মায়া, স্বাদ, নকল, রানী, রাজপুত্র, অসুন্দর, খুশি
উত্তর :
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ বাক্য রচনা
সুখ দুঃখ বাবা মায়ের মনে কখনই দুঃখ দেয়া উচিত নয়।
মায়া নিষ্ঠুরতা ভালোবাসায় নিষ্ঠুরতা থাকতে নেই।
স্বাদ বিস্বাদ তার রান্না এমন বিস্বাদ যে মুখেই তোলা যায় না।
নকল আসল আজকের দিনে আসল-নকল চেনা কঠিন।
রানী রাজা রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা।
রাজপুত্র রাজকন্যা আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর তের নদীর পারে।
অসুন্দর সুন্দর রহিম সুন্দর ছবি আঁকেন।
খুশি অখুশি কাউকে অখুশি করা উচিত নয়।


আরো সংবাদ



premium cement