২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয়ই জানো যে, গণিত বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পরীক্ষায় ২০টি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের অর্থাৎ ২০টিরই উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে মোট নম্বর থাকবে ২০। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় এক : গুণ’ থেকে ১৭টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় এক : গুণ
প্রশ্ন : ৩৫২ ´ ০ = কত?
উত্তর : ০
প্রশ্ন : গুণফল ৩৩, গুণক ১, গুণ্য কত?
উত্তর : ৩৩
প্রশ্ন : গুণক শূন্য হলে গুণফল কিসের সমান?
উত্তর : গুণ্যের সমান।
প্রশ্ন : ২০ দিস্তায় ১ রিম এবং ১ রিমে ৫০০ তা হলে, ২ দিস্তার কত তা কাগজ?
উত্তর : ৫০ তা।
প্রশ্ন : একটি বইয়ে ১২৬টি পৃষ্ঠা আছে। এরূপ ১০টি বইয়ের পৃষ্ঠা কত?
উত্তর : ১২৬০টি।
প্রশ্ন : একটি খাতায় ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি খাতায় পৃষ্ঠার সংখ্যা কত?
উত্তর : ৩৬০০।
প্রশ্ন : রহিমের মাসিক সঞ্চয় ৫০০০ টাকা হলে, তা ১ বছরে কত হবে?
উত্তর : ৬০০০০
প্রশ্ন : মোবাইল ফোনে কথা বললে প্রতি মিনিটে ব্যয় হয় ০.৬৫ টাকা, ৫ মিনিটে ব্যয় কত?
উত্তর : ৩.২৫ টাকা।
প্রশ্ন : ১টি টেবিলের দাম ৫০০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?
উত্তর : ২৫০০০০০ টাকা।
প্রশ্ন : একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে ৭০০ টাকা লাগে। ২১১১টি ব্ল্যাকবোর্ড তৈরি করতে কত টাকা লাগবে?
উত্তর : ১৪৭৭৭০০ টাকা।
প্রশ্ন : ১ ডজন পেন্সিলের দাম ৪৮ টাকা হলে, ৮টি পেন্সিলের দাম কত?
উত্তর : ৩২ টাকা।
প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা হলে, এক বছরে তার আয় কত? (১ বছর = ৩৬৫ দিন)
উত্তর : ৪৩৮০০ টাকা।
প্রশ্ন : একজন শ্রমিকের দৈনিক আয় ১৫৫ টাকা হলে তার ১ সপ্তাহের আয় কত?
উত্তর : ১০৮৫ টাকা।
প্রশ্ন : দুই অংকের কোন সংখ্যা দ্বারা ৫০০ কে গুণ করলে ৪৪০০০ হয়?
উত্তর : ৮৮
প্রশ্ন : ১১১২ কে ৯৮ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০৮৯৭৬
প্রশ্ন : গুণক ২০ এবং গুণফল ৬০ হলে, গুণ্য কত?
উত্তর : ৩
প্রশ্ন : ২২২২ কে ১১১ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ২৪৬৬৪২


আরো সংবাদ



premium cement
লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির

সকল