১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিজ্ঞান পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে ২১টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
১. বিদ্যুৎ চমকানোর পেছনে--- শক্তি কাজ করে।
উত্তর : বিদ্যুৎ চমকানোর পেছনে তড়িৎ শক্তি কাজ করে।
২. সাইকেল চালাতে--- শক্তি কাজ করে।
উত্তর : সাইকেল চালাতে পেশি শক্তি কাজ করে।
৩. বৈদ্যুতিক বাতি জ্বালালে--- শক্তি--- শক্তিতে রূপান্তরিত হয়।
উত্তর: বৈদ্যুতিক বাতি জ্বালালে গতিশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়।
৪. শক্তি--- করা বা--- করা যায় না।
উত্তর: শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না।
৫. পদার্থ--- দিয়ে গঠিত।
উত্তর: পদার্থ পরমাণু দিয়ে গঠিত।
৬. তাপ দিলে পদার্থের--- পরিবর্তন ঘটে।
উত্তর: তাপ দিলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে।
৭. শক্তি হচ্ছে পরিবর্তনের---।
উত্তর: শক্তি হচ্ছে পরিবর্তনের সংঘটক বা এজেন্ট।
৮. পদার্থের ওজন আছে এবং পদার্থ--- দখল করে।
উত্তর: পদার্থের ওজন আছে এবং পদার্থ জায়গা দখল করে।
৯. শক্তিকে আমরা শনাক্ত করতে পারি--- ওপরের ক্রিয়া থেকে।
উত্তর: শক্তিকে আমরা শনাক্ত করতে পারি বস্তুর ওপরের ক্রিয়া থেকে।
১০. আমাদের সমস্ত কাজকর্ম ,পরিবর্তন ও উন্নয়ন প্রচেষ্টায়--- প্রয়োজন।
উত্তর : আমাদের সমস্ত কাজকর্ম ,পরিবর্তন ও উন্নয়ন প্রচেষ্টায় শক্তি প্রয়োজন।
১১. শক্তি শুধু --- হয় এক দশা থেকে অন্য দশায়।
উত্তর: শক্তি শুধু –রূপান্তরিত হয় এক দশা থেকে অন্য দশায়।
১২. পানিকে তাপ দিলে--- হয়।
উত্তর: পানিকে তাপ দিলে বাষ্প হয়।
১৩. কাজ করার সামর্থ্যকে--- বলে।
উত্তর: কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
১৪. বল বা টান প্রয়োগ করে দূরত্ব অতিক্রম করাকে--- বলে।
উত্তর: বল বা টান প্রয়োগ করে দূরত্ব অতিক্রম করাকে কাজ বলে।
১৫. শক্তির নানা উৎস ও নানা---আছে।
উত্তর: শক্তির নানা উৎস ও নানা রূপ আছে।
১৬. শক্তিকে চেনার একটি সাধারণ উপায় হলো একে--- উৎসরূপে দেখা।
উত্তর : শক্তিকে চেনার একটি সাধারণ উপায় হলো একে পরিবর্তনের উৎসরূপে দেখা।
১৭. বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা রাতে--- জ্বালাই।
উত্তর : বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা রাতে বাতি জ্বালাই।
১৮. শব্দ এক ধরনের---।
উত্তর : শব্দ এক ধরনের শক্তি।
১৯. --- ব্যবহার করে আমরা কথা বলি।
উত্তর : শব্দ ব্যবহার করে আমরা কথা বলি।
২০. আমরা গান ও সঙ্গীত শুনি---মাধ্যমে।
উত্তর : আমরা গান ও সঙ্গীত শুনি শব্দশক্তির মাধ্যমে।
২১. পালতুলে যে নৌকা চলে, সেটা--- শক্তি ব্যবহার করে।
উত্তর: পালতুলে যে নৌকা চলে, সেটা বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল