২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৪৫

বিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ
-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘ত্রয়োদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ’ থেকে আরো ১৩টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন œ নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : সৌরবিদ্যুৎ কী?
উত্তর: সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটিই সৌরবিদ্যুৎ।
প্রশ্ন : উইন্ডমিল কী?
উত্তর: বায়ুর গতিশক্তিকে কাজে লাগানোর জন্য যে যন্ত্র দ্বারা ঘূর্ণন সৃষ্টি করে গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় সেই যন্ত্রকে উইন্ডমিল বা বায়ুকল বলা হয়। বিদ্যুৎ উৎপাদন ও সেচকাজে উইন্ডমিল ব্যবহার করা হয়।
প্রশ্ন : সোলার প্যানেল কী? লিখ।
উত্তর: যে কোষে সূর্যালোক বা উজ্জ্বল আলো পড়লে সরাসরি তড়িৎ শক্তি পাওয়া যায় তাকে সোলার প্যানেল বা সৌরকোষ বলে। যেহেতু সূর্য সকল শক্তির উৎস। আমরা সোলার প্যানেল বা সৌরকোষ তৈরি করে সরাসরি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। কাচ বা বিশেষ মৌল দিয়ে এই প্যানেল তৈরি হয়। দিনের বেলায় এটি কাজ করে। এর সাহায্যে ব্যাটারি চার্জ করে রাখলে রাতেও এর সুবিধা ভোগ করা যায়। এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না।
প্রশ্ন : ক্যালকুলেটরে কোন শক্তি ব্যবহার করা হয়?
উত্তর : সৌরশক্তি।
প্রশ্ন : আমাদের ভবিষ্যৎ জ্বালানির উৎস কী কী?
উত্তর: বায়ু ও সৌরশক্তি।
প্রশ্ন : নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কী?
উত্তর: যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য, সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। যেমনÑ গাছপালা, পশুপাখি, বায়ু, পানি ইত্যাদি।
প্রশ্ন : অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কী?
উত্তর: যে প্রাকৃতিক সম্পদ একেবারে নিঃশেষ হয়ে যায় তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।
প্রশ্ন : সৌরশক্তি কোন ধরনের সম্পদ?
উত্তর: সৌরশক্তি হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
প্রশ্ন : মাটি বা সাগরের তলদেশে পাওয়া যায় কোন ধরনের প্রাকৃতিক সম্পদ?
উত্তর: মাটি বা সাগরের তলদেশে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়।
প্রশ্ন : কোন শক্তি ব্যবহারে বায়ুদূষণ হয় না?
উত্তর: নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি ব্যবহারে বায়ু তথা পরিবেশের কোনো ক্ষতি হয় না।
প্রশ্ন : কাচ কিভাবে তৈরি হয়?
উত্তর : প্রাকৃতিক সম্পদ বালুকণা থেকে কাচ তৈরি হয়।
প্রশ্ন : কোন ধরনের সম্পদের সরবরাহ সীমিত?
উত্তর : অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমনÑ তেল, গ্যাস, কয়লা ইত্যাদির সরবরাহ সীমিত।
প্রশ্ন : কিভাবে সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর : সৌর প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করা হয়।

 


আরো সংবাদ



premium cement