২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়- ৮ : বাংলাদেশের দুর্যোগ

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায়-৮ : বাংলাদেশের দুর্যোগ’ থেকে আরো ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৫০। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২৪ খ. ২৫ গ. ২৬ ঘ. ২৭
৫১। বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি রয়েছে?
ক.২৫ খ. ২৩ গ. ১৬ ঘ. ১৫
৫২। দাবানলের ফলে কী হয়?
র. বনভূমি উর্বর হয়
রর. বৃক্ষসম্পদ নষ্ট হয়
ররর. জীববৈচিত্র্য নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. র, ও ররর খ. রর ও ররর
গ. র ও রর ঘ. র
৫৩। কত নম্বর বিপদসঙ্কেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫৪। আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?
ক. দক্ষিণ খ. পূর্ব
গ. উত্তর ঘ. পশ্চিম
৫৫। খরা মোকাবেলায় আমরা কী পদক্ষেপ নিতে পারি?
ক.খরার আগে পুকুর ও খাল খনন করতে হবে
খ. বৃষ্টির পানি ধরে রাখা যাবে না
গ. দুর্যোগকালীন সময়ের জন্য শুকনো খাবার মজুদ না রাখা
ঘ. নগদ অর্থ মজুদ না রাখা
৫৬। বাংলাদেশের যে অঞ্চলগুলো ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে তাদের কী বলা হয়?
ক. ভূমিকম্প ঝুঁকির এলাকা
খ. ভূমিকম্প ঝুঁকির আশঙ্কিত এলাকা
গ. ভূমিকম্পপ্রবণ এলাকা
ঘ. ভূমিকম্পের এলাকা
৫৭। ভূমিকম্পপ্রবণ এলাকা নিচের কোনটি?
ক. পিরোজপুর খ. বরগুনা
গ. বরিশাল ঘ. বগুড়া
৫৮। কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস
গ. ভূমিকম্প ঘ. ঝড়
৫৯। ভূমিকম্পের পূর্ব সতর্কতার জন্য কী করতে হবে?
র. জরুরিভাবে বের হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখা
রর. আশ্রয় নেয়ার জন্য বাড়িতে মজুদ টেবিল রাখতে হবে
ররর. ঘরের ভারী আসবাবপত্র মেঝের ওপর রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র, রর ও ররর খ. রর ও ররর
গ. র ও রর ঘ.র
৬০। দারিদ্র্যের প্রভাবে পাহাড়ি এলাকার মানুষ কী উজাড় করে?
ক. বাড়িঘর খ. অর্থ-সম্পদ
গ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ঘ. বন
৬১। কখন লিফট ব্যবহার করা যাবে না?
ক. বিদ্যুৎ চলে গেলে
খ. ঝড়ের সময়
গ. ভূমিকম্পের সময়
ঘ. প্রচণ্ড গরমের সময়
৬২। কী কারণে ভূমিকম্প সংঘটিত হয়?
ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
খ. ভূমিধস গ. সুনামি
ঘ. ঘূর্ণিঝড়
৬৩। ‘দুর্যোগ প্রস্তুতি’ বলতে কী বোঝায়?
ক. দুর্যোগ আসার পরে প্রস্তুতি
খ. দুর্যোগের সময় প্রস্তুতি
গ. দুর্যোগ সংঘটিত হবার আগে প্রস্তুতি
ঘ. দুর্যোগের সময় তড়িঘড়ি প্রস্তুতি
উত্তর : ৫০। খ ৫১। গ ৫২। খ ৫৩। ঘ ৫৪। গ ৫৫। ক ৫৬।গ ৫৭। ঘ ৫৮। গ ৫৯। ক ৬০। ঘ ৬১। গ ৬২। ক ৬৩। গ।

 


আরো সংবাদ



premium cement