২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৪৪

বিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘ত্রয়োদশ অধ্যায় : প্রাকৃতিক সম্পদ’ থেকে ৬টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং ২টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : দিন দিন প্রাকৃতিক সম্পদের ব্যবহার বেড়ে চলেছে। এ সম্পদ কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি?
উত্তর : দিন দিন প্রাকৃতিক সম্পদের ব্যবহার বেড়ে চলেছে। কাজেই আমরা শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।
প্রশ্ন : আমরা কেন প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল?
উত্তর : শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল।
প্রশ্ন : প্রকৃতি থেকে নানা ধরনের সম্পদ পাওয়া যায়। এ ধরনের তিনটি সীমিত সম্পদের নাম লিখ।
উত্তর : প্রকৃতি হতে পাওয়া সীমিত তিনটি সম্পদ হলোÑ র. তেল, রর. কয়লা, ররর. প্রকৃতিক গ্যাস।
প্রশ্ন : গ্যাসের বিকল্প হিসেবে তুমি কোনটি ব্যবহারের পরামর্শ দিবে?
উত্তর : গ্যাসের বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদ, যেমনÑ সূর্যের আলো ব্যবহারের পরামর্শ দেবো।
প্রশ্ন : বায়ুপ্রবাহ দ্বারা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়?
উত্তর : বায়ুপ্রবাহের দ্বারা উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
প্রশ্ন : নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। এ ধরনের সম্পদের তিনটি উপাদানের নাম লিখ।
উত্তর : পুনর্ব্যবহৃত হয় এ ধরনের নবায়নযোগ্য সম্পদের তিনটি উপাদান হলোÑ
র. সূর্যের আলো; রর. বায়ুপ্রবাহ ও ররর. পানির স্রোত।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়?
উত্তর : প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য নিচে দেয়া হলোÑ
মিল : র. প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় সম্পদই প্রকৃতি থেকে আসে।
রর. উভয় সম্পদই প্রধানত মানুষের প্রয়োজনে ব্যবহার হয়।
ররর. উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি।
পার্থক্য : র. প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। অপর দিকে মানবসৃষ্ট সম্পদ মানুষ তৈরি করতে পারে।
রর. প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের ওপর নির্ভর করে না। কিন্তু মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে।
ররর. প্রাকৃতিক সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায় না। অন্য দিকে, মানবসৃষ্ট সম্পদ ইচ্ছেমতো সৃষ্টি করা যায়।
প্রশ্ন : একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে?
উত্তর : একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমার যেসব প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের প্রয়োজন তা নিচে দেয়া হলোÑ
প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদ
র. গাছ র. কাঠ
রর. মাটি রর. ইট
ররর. পানি ররর. সিমেন্ট
রা. বালি রা. রড ও স্টিল
া. পাথর া. বিদ্যুৎ
ার. চুনাপাথর ার. কাচ


আরো সংবাদ



premium cement