২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৪২

বিজ্ঞান অধ্যায় বারো : জলবায়ু পরিবর্তন

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় বারো : জলবায়ু পরিবর্তন’ থেকে আরো ৪টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রভাব পড়বে?
উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে যেসব প্রভাব পড়বে তা হলোÑ
১. পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটবে। এর প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
২. এভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেতে থাকলে বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল এক সময় পানির নিচে তলিয়ে যাবে।
৩. এতে অনেক প্রাণহানি ঘটবে ও অনেক মানুষ ঘরবাড়ি হারাবে।
৪. আমাদের জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে।
৫. জলোচ্ছ্বাসের মাত্রা ও হার বৃদ্ধি পাবে।
প্রশ্ন : পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
উত্তর : বায়ুমণ্ডলে প্রতিনিয়ত কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। এই গ্যাস বেড়ে যাওয়ার কারণগুলো হলোÑ
ক. যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।
খ. অতিরিক্ত জনসংখ্যার চাপে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
গ. বনভূমি ও গাছপালা কমে যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে।
ঘ. বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর ফলে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে।
ঙ. প্লাস্টিক-জাতীয় পদার্থ পোড়ানোর ফলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তন রোধে করণীয় আলোচনা করো।
উত্তর : জলবায়ু পরিবর্তন রোধে করণীয় কাজগুলো হচ্ছেÑ
ক. নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা।
খ. বেশি করে গাছ লাগানো।
গ. কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ কমানো।
ঘ. কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া ও গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করা।
ঙ. আসবাবপত্র ও নির্মাণকাজে কাঠের ব্যবহার কমানো।
প্রশ্ন. বৈশ্বিক উষ্ণায়ন কী? বৈশ্বিক উষ্ণায়নের দু’টি কারণ উল্লেখ করো। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে তোমার দু’টি করণীয় উল্লেখ করো।
উত্তর : পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের দু’টি কারণ হলোÑ
র. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো।
রর. বনভূমি ধ্বংস করা।
প্রতিকূল পরিবেশে টিকে থাকতে আমার দু’টি করণীয় হলোÑ
র. ঘরবাড়ি, বিদ্যালয়, কারখানার অবকাঠামোর উন্নয়ন করা।
রর. বেশি বেশি গাছ লাগানো।

 


আরো সংবাদ



premium cement