২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৩৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক’ থেকে আরো ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। জড়ঁঃবৎ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
(ক) জড়ঁঃব (খ) জড়ঁঃ
(গ) জঁঃবৎ (ঘ) জঁষবৎব
২। রাউটার কী কাজে ব্যবহৃত হয়?
(ক) সার্ভার তৈরির কাজে
(খ) নেটওয়ার্ক তৈরির কাজে
(গ) কম্পিউটিং (ঘ) সুইচিংয়ে
৩। কোন যন্ত্রটি প্রত্যেকটি পিসিকে শনাক্ত করার জন্য গঅঈ ব্যবহার করে?
(ক) হাব (খ) সুইচ
(গ) রাউটার (ঘ) মডেম
৪। ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে কোন যন্ত্র?
(ক) হাব (খ) রাউটার
(গ) সুইচ (ঘ) প্রটোকল
৫। নেটওয়ার্ক ইন্টারফেসের কাজ হলোÑ
(র) মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেয়া (রর) ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্ক দেয়া
(ররর) কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৬। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলোÑ
(ক) তথ্য শেয়ার করা
(খ) নেটওয়ার্ক তৈরি করা
(গ) তথ্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানো
(ঘ) আইসিটি শনাক্তকরণ করা
৭। বর্তমানে প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপের মাদার বোর্ডের সাথেই যুক্ত থাকে?
(ক) মডেম (খ) সুইচ
(গ) ল্যান কার্ড (ঘ) রাউটার
৮। নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে নাÑ
(ক) সুইচ (খ) হাব
(গ) রাউটার (ঘ) ল্যান কার্ড
৯। মডেমÑ
(র) কম্পিউটার হতে প্রাপ্ত তথ্য ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে পরিণত করে
(রর) নেটওয়ার্ক হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে এনলগ সিগনালে পরিণত করে
(ররর) কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১০। কিসের সমন্বয়ে ইন্টারনেট তৈরি?
(ক) মডেম (খ) হাব
(গ) সুইচ (ঘ) অসংখ্য নেটওয়ার্ক
১১। হাব কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১২। একই প্রটোকলের অধীনে কাজ করে কোনটি?
(ক) সুইচ (খ) হাব
(গ) রাউটার (ঘ) গেটওয়ে
১৩। কোনটি নেটওয়ার্ক ডিভাইস?
(ক) হাব (খ) ক্যাবল
(গ) প্রটোকল (ঘ) ট্রপোলজি
১৪। নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে কোন ডিভাইসটি সবার পছন্দ?
(ক) হাব (খ) সুইচ
(গ) রাউটার (ঘ) গেটওয়ে
১৫। কোনটি বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে?
(ক) উঝখ মডেল
(খ) ডর-ঋর মডেল
(গ) ল্যান কার্ড
(ঘ) ডায়াল আপ মডেম
উত্তর : ১। ক, ২। খ, ৩। খ, ৪। গ, ৫। খ, ৬। ঘ, ৭। গ, ৮। খ, ৯। খ, ১০। ঘ, ১১। ক, ১২। গ, ১৩। খ, ১৪। খ, ১৫। খ।

 


আরো সংবাদ



premium cement