১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-৮৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয় চতুর্থ অধ্যায় : আমাদের অর্থনীতি : কৃষি ও শিল্প পঞ্চম অধ্যায় : বাংলাদেশের জনসংখ্যা
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয়ই জানো যে, ২০১৮ সালের পরিমার্জিত নতুন মানবণ্টন অনুসারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ নম্বর প্রশ্নে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এতে ১৪টি প্রশ্ন থাকবে, তবে ১২টির উত্তর দিতে হবে। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : বাংলাদেশের অর্থনীতি : কৃষি ও শিল্প’ থেকে ১০টি শূন্যস্থান পূরণ করো এবং ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশের জনসংখ্যা’ থেকে ১টি অল্প কথায় উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।
চতুর্থ অধ্যায় : বাংলাদেশের অর্থনীতি : কৃষি ও শিল্প
শূন্যস্থান পূরণ করো
১। বাংলাদেশ একটি --- প্রধান দেশ।
উত্তর : বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।
২। পৃথিবীর অনেক দেশে --- প্রধান খাদ্য।
উত্তর : পৃথিবীর অনেক দেশে আলু প্রধান খাদ্য।
৩। অর্থকরী কৃষিদ্রব্য রফতানি করে বাংলাদেশ --- অর্জন করে। উত্তর : অর্থকরী কৃষিদ্রব্য রফতানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
৪। বাংলাদেশে আমদানি ও রফতানির মধ্যে অর্থনৈতিক --- অবস্থা বিরাজ করছে।
উত্তর : বাংলাদেশে আমদানি ও রফতানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে।
৫। বাংলাদেশে মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ---। উত্তর : বাংলাদেশে মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ২০%।
৬। সাধারণত উত্তর ও --- অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি হয়। উত্তর : সাধারণত উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি হয়।
৭। বাংলাদেশে প্রতি বছর প্রায় --- লক্ষ মেট্রিক টন তৈলবীজ উৎপন্ন হয়। উত্তর : বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ লক্ষ মেট্রিক টন তৈলবীজ উৎপন্ন হয়।
৮। পাটকে ---- বলা হয়।
উত্তর : পাটকে সোনালি আঁশ বলা হয়।
৯। তাঁতশিল্প আমাদের --- শিল্প।
উত্তর : তাঁতশিল্প আমাদের প্রাচীন শিল্প।
১০। তামাক চাষ বর্তমানে --- করা হচ্ছে।
উত্তর : তামাক চাষ বর্তমানে নিরুৎসাহিত করা হচ্ছে।
পঞ্চম অধ্যায় : বাংলাদেশের জনসংখ্যা
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন : পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর : পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলোÑ
র. খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।
রর. পরিবারে জনসংখ্যা বেশি হলে বাবা-মা সব সন্তানকে প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না।
ররর. অধিক জনসংখ্যা হলে সবার জন্য বাসস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।


আরো সংবাদ



premium cement
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

সকল