২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় : সুস্থ জীবনের জন্য খাদ্য

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয়ই জানো যে, ২০১৮ সালের পরিমার্জিত নতুন মানবণ্টন অনুসারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২ নম্বর প্রশ্নে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এতে ১৪টি প্রশ্ন থাকবে, তবে ১২টির উত্তর দিতে হবে। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : সুস্থ জীবনের জন্য খাদ্য’ থেকে আরো ১৪টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
২৮. মাছ, গোশত, তরকারি, ফল ইত্যাদিতে--- বেশি থাকে।
উত্তর : মাছ, গোশত, তরকারি, ফল ইত্যাদিতে পানি বেশি থাকে।
২৯.সব রকমের--- সব দেশে হয় না।
উত্তর : সব রকমের খাদ্যসামগ্রী সব দেশে হয় না।
৩০. রঙ ও রাসায়নিক ব্যবহার করা হয় খাদ্যদ্রব্যকে--- করার জন্য।
উত্তর : রঙ ও রাসায়নিক ব্যবহার করা হয় খাদ্যদ্রব্যকে আকর্ষণীয় করার জন্য।
৩১. রঙ ও রাসায়নিক মিশ্রিত খাবার স্বাস্থের জন্য--- ।
উত্তর : রঙ ও রাসায়নিক মিশ্রিত খাবার স্বাস্থের জন্য ক্ষতিকর।
৩২. মরিচ, হলুদ, পানীয় ইত্যাদিতে--- মিশানো হয়।
উত্তর : মরিচ, হলুদ, পানীয় ইত্যাদিতে কৃত্রিম রঙ মিশানো হয়।
৩৩. খাদ্যে ক্যালসিয়াম কারবাইড, ফরমালিন ইত্যাদি স্বাস্থ্যের জন্য--- ।
উত্তর : খাদ্যে ক্যালসিয়াম কারবাইড, ফরমালিন ইত্যাদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৩৪. কৃত্রিম রঙ ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের শরীরের নানা রকম--- হয়।
উত্তর : কৃত্রিম রঙ ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের শরীরের নানা রকম ক্ষতি হয়।
৩৫. জাঙ্কফুড হচ্ছে এক ধরনের--- খাদ্য।
উত্তর : জাঙ্কফুড হচ্ছে এক ধরনের কৃত্রিম খাদ্য।
৩৬. কোমল পানীয়-লেমন ও সোডা ইত্যাদি হলো--- খাদ্য।
উত্তর: কোমল পানীয়-লেমন ও সোডা ইত্যাদি হলো জাঙ্ক খাদ্য।
৩৭. জাঙ্কফুড স্বাস্থ্যের জন্য--- ।
উত্তর: জাঙ্কফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৩৮. জাঙ্কফুডে--- পরিমাণ বেশি থাকে।
উত্তর: জাঙ্কফুডে তেলের পরিমাণ বেশি থাকে।
৩৯. খাদ্য পরিপাকের জন্য--- একটি অতি প্রয়োজনীয় উপাদান।
উত্তর: খাদ্য পরিপাকের জন্য পানি একটি অতি প্রয়োজনীয় উপাদান।
৪০. পানি কম পান করলে--- রোগ হয়।
উত্তর: পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়।
৪১. সব রকম খাবার সমান--- নয়।
উত্তর: সব রকম খবার সমান পুষ্টিকর নয়।


আরো সংবাদ



premium cement