১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারত থেকে অবৈধপথে প্রবেশের সময় আটক ৩

- ফাইল ছবি

কুলাউড়া শরীফপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর লালারচক সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ১০০ গজের ভিতর থেকে তাদেরকে আটক করে বিজিবি শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবির দাবি তারা বাংলাদেশী নাগরিক ভারতীয় অনুপ্রবেশকারী নন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেলে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল লালারচক সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে তিনজনকে আটক করেন।

আটকৃতরা হলেন কুড়িগ্রামের পশ্চিম ছাদ গোলাপপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের পুত্র মো. রুবেল মিয়া, বগুড়ার পান্নাপাড়া এলাকার হাবিবুর মন্ডলের পুত্র মো. আরিফুল মন্ডল, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত হাওলাদ সুত্রধরের পুত্র বাবু সূত্রধর।

বিজিবি আরো জানায়, রুবেল মিয়া ও আরিফুল মন্ডল এক বছর ধরে ভারতের ব্যাঙ্গালুরে একটি গার্মেন্টেসে চাকুরি করছেন এবং বাবু সূত্রধর কিছুদিন আগে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

এঘটনায় বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলাম বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করবেন।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, আটককৃকতরা বাংলাদেশী নাগরিক হলেও ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তারা অনুপ্রবেশকারী নন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হবে।


আরো সংবাদ



premium cement