২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পরীক্ষার দাবিতে মৌলভীবাজারে শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন

-

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভূক্তির এম.সি.কিউ পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষানবীশ আইনজীবীরা।সোমবার দুপুরে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বার শাখা মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে।

মানববন্ধনে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরিন্দম দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন- শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের জেলা সহ-সভাপতি সৈয়দ বদরুল হক টিটু, সদস্য মেহেদী হাসান, আব্দুল কাইয়ূম, তানিয়া আক্তার ও রিপার আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বার কাউন্সিল প্রতিবছর দুই বার এম.সি.কিউ পরীক্ষা নেয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর কোন পরীক্ষা নেয়নি। আগামী ২২ নভেম্বর বার কাউন্সিলের পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে ব্যাপারে বার কাউন্সিলকে কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। অতিদ্রুত বার কাউন্সিল পরীক্ষা না নিলে শিক্ষানবীশ আইনজীবীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা বারের সদস্যরা উপসিস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement