১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শাবির ভর্তি পরীক্ষা শনিবার

-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এবছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১০০টি সংরক্ষিত আসনসহ মোট ১৭০৩টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন মোট ৭০ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এ-ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৯ জন এবং বি-ইউনিটের ৯৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বি১-ইউনিটের জন্য ৪০ হাজার ৫৪১ জন ও বি২-ইউনিটের জন্য ২ হাজার ৯৬৩ জনের আবেদন জমা পড়েছে।

এছাড়া ১০০টি আসন মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, পোষ্য, বিকেএসপি, প্রতিবন্ধি ও চা শ্রমিক সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।

আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ-ইউনিট ও দুপুর ২টা ৩০ মিনিটে বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.sust.edu) থেকে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে।


আরো সংবাদ



premium cement