২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গোয়াইনঘাটে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিহত আব্দুল হক - নয়া দিগন্ত

গোয়াইনঘাটে নিখোঁজের তিনদিন পর গোয়াইন নদী থেকে আব্দুল হক নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম আব্দুল হক। তিনি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পূর্ণা নগর গ্রামের কুদরত উল্লাহর ছেলে। সোমবার দুপুরে উপজেলার গোয়াইন নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করা হলেও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল হক বাড়ির পাশে গোয়াইন নদীর বল্লারডর এলাকায় মাছ ধরতে যান। এর প্রায় ঘণ্টাখানেক পর সে তার বড় ভাই আব্দুল আহাদের মোবাইলে ফোন দিয়ে বলেন যে, ভাই আমাকে কারা যেন মারতে আসছে। একথা বলার পরপরই তার ফোনের লাইনটি কেটে যায়। বিষয়টি শোনার পর আব্দুল হকের বড়ভাই আব্দুল আহাদ লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন নৌকার মধ্যে শুধু তার ভাই আব্দুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও গায়ের শার্ট পড়ে আছে। কিন্তু আব্দুল হক নেই।

এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও আব্দুল হকের কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পরদিন শনিবার তার ভাই আব্দুল আহাদ এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা গোয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধারের পর লাশটি আব্দুল হকের বলে সনাক্ত করেন তার বড় ভাই আব্দুল আহাদ। পরে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নদী থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো: আব্দুল আহাদ বলেন, যতটুকু জেনেছি নিহত আব্দুল হক বেশকিছু টাকা দেনা ছিলেন। হয়তো সেই ঋণের টাকার চাপে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে। তবে নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা

সকল