১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত -

চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত মঙ্গলবার শ্রীমঙ্গলস্থ পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতার টি রিসোর্ট এন্ড গলফ্-এর রশনী মহলে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তাসহ সুধীজনের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তার আগে বিকেল তিনটার দিকে উপজেলা সরকারী শিশু পরিবারের এক শ' এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আনোয়ারুল হক।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান, র‌্যাব ৯ এর অধিনায়ক এএসপি কামরুজ্জামান, টুরিষ্ট পুলিশ মৌলভীবাজার জোন-এর সহকারী পুলিশ সুপার এস এম আহসান হাবীব, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সাধারন সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারন সম্পাদক এসএম উমেদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মো. ইদ্রিস লেদু।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে দুপুর তিনটার দিকে প্রেসক্লাবের উদ্যেগে উপজেলা সরকারী শিশু পরিবারের এক শ' এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শিশু পরিবারের উপ-তত্তাবধায়ক মুনতাকা চৌধুরীর ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে ছিলেন।


আরো সংবাদ



premium cement
টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার! আফ্রিদির সাথে বিবাদের বিষয়ে কথা বললেন বাবর বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সকল