১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গোলাপগঞ্জে নয়া দিগন্ত সংবাদদাতার উপর সন্ত্রাসী হামলা

গোলাপগঞ্জের নয়া দিগন্ত সংবাদদাতার উপর সন্ত্রাসী হামলা - সংগৃহীত

‘গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ অটোরিক্সা স্ট্যান্ড, যানজটে ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অজ্ঞাতনামাসহ ৩৩ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগও প্রদান করা হয়েছে।

সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের বাড়ি উপজেলার রণকেলী ইয়াগুল গ্রামে। তিনি দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার গোলাপগঞ্জ সংবাদদাতা এবং সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলা সদরের সম্রাট ষ্টোরে।

গত ১৮ এপ্রিল দৈনিক নয়া দিগন্ত ও ১৪ মে সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকায় গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ অটোরিক্সা স্ট্যান্ড, যানজটে ভোগান্তি শিরোনামে পৃথক দিনে সংবাদ প্রকাশ হয়।

এরই আক্রোশে মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয়দানকারি উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী দক্ষিণভাগ গ্রামের মৃত লুদই আলীর ছেলে পুতুল আলম ২৫/৩০ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র লোহার রড, পাইপ, হকিস্ট্রিক নিয়ে গোলাপগঞ্জ উপজেলা সদরস্থ মেসার্স সম্রাট ষ্টোরে অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় পেশাগত ব্যবহৃত আলবা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

জনস্বার্থে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা করায় উপজেলার বিভিন্ন মহল ও বিভিন্ন সংগঠন এর তীব্র নিন্দা জানিয়েছেন।

সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের উপর পুতুল আলমের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করে আহত করা ও ক্যামেরা ছিনিয়ে নেয়ায় গোলাপগঞ্জ মডেল থানায় পুতুল আলমকে প্রধান আসামী করে ও অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত অন্যান্যরা হলেন-ফুলবাড়ি গ্রামের আলাই, রণকেলী গ্রামের রাহেল আহমদ।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ দাখিলের বিষয় নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, অভিযোগটি মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো: দেলওয়ার হোসেনের কাছে প্রদান করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানতে পেরেছেন, প্রয়োজনী প্রদক্ষেপ গ্রহণ করতে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করছেন। এ বিষয়ে সাংবাদিক লিখিত একটি আবেদনও দিয়েছেন। তিনি আরো জানান, গোলাপগঞ্জ উপজেলা সদরের অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের ব্যপারে আইনশৃঙ্খলা সভায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন।

‘গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ অটোরিক্সা স্ট্যান্ড, যানজটে ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অজ্ঞাতনামাসহ ৩৩ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগও প্রদান করা হয়েছে। সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের বাড়ি উপজেলার রণকেলী ইয়াগুল গ্রামে।

গত ১৮ এপ্রিল দৈনিক নয়া দিগন্ত ও ১৪ মে সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকায় গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ অটোরিক্সা স্ট্যান্ড, যানজটে ভোগান্তি শিরোনামে পৃথক দিনে সংবাদ প্রকাশ হয়। এরই আক্রোশে মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয়দানকারি উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী দক্ষিণভাগ গ্রামের মৃত লুদই আলীর ছেলে পুতুল আলম ২৫/৩০ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র লোহার রড, পাইপ, হকিস্ট্রিক নিয়ে গোলাপগঞ্জ উপজেলা সদরস্থ মেসার্স স¤্রাট ষ্টোরে অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় পেশাগত ব্যবহৃত আলবা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। জনস্বার্থে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা করায় উপজেলার বিভিন্ন মহল ও বিভিন্ন সংগঠন এর তীব্র নিন্দা জানিয়েছেন।

সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের উপর পুতুল আলমের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করে আহত করা ও ক্যামেরা ছিনিয়ে নেয়ায় গোলাপগঞ্জ মডেল থানায় পুতুল আলমকে প্রধান আসামী করে ও অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত অন্যান্যরা হলেন-ফুলবাড়ি গ্রামের আলাই, রণকেলী গ্রামের রাহেল আহমদ।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ দাখিলের বিষয় নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, অভিযোগটি মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো: দেলওয়ার হোসেনের কাছে প্রদান করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানতে পেরেছেন, প্রয়োজনী প্রদক্ষেপ গ্রহণ করতে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করছেন। এ বিষয়ে সাংবাদিক লিখিত একটি আবেদনও দিয়েছেন। তিনি আরো জানান, গোলাপগঞ্জ উপজেলা সদরের অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের ব্যপারে আইনশৃঙ্খলা সভায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন।


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল