২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিলেট গ্যাস ফিল্ডের পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট
সিলেট গ্যাস ফিল্ডের পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র জৈন্তাপুর উপজেলার হরিপুর অঞ্চলের সিলেট গ্যাস ফিল্ডের পরিচালক (এমডি) প্রকৌশলী মো: লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

প্রকৌশলী মো: লুৎফুর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী-সন্তনেরা ঢাকায় বসবাস করেন। তিনি ২০১৮ সনের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে যোগদান করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৯টায় লুৎফুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক নিতাই মনি প্রতিদিনের ন্যায় গাড়ি নিয়ে বাংলোতে প্রবেশ করেন। ভিতর থেকে আটকানো থাকায় প্রথমে তার স্যারকে ডাকাডাকি করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে চালক জানালার কাছে গিয়ে বাইরে থেকে দেখতে পান রুমের ভিতরে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছেন লুৎফর রহমান।

তৎক্ষণিক ভাবে বিষয়টি গ্যাস ফিল্ডের অন্য কর্মকর্তাদের জানান গাড়িচালক। সংবাদ পেয়ে ছুটে আসেন গ্যাস ফিল্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। তাৎক্ষণিক ভাবে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিলেটের এডিশনাল এসপি (মিডিয়া) মো: মাহবুবুল আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো: মাইনুল জাকিরসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য।

তবে কি কারনে ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে এডিশনাল এসপি (মিডিয়া) মো: মাহবুবুল আলম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত চলে আসি এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে অধিকতর তদন্তের জন্য সিআইডি বিশেষ টিমকে খবর দেয়া হয়েছে তারা এসে ক্রাইম সিন সংগ্রহ করবে। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। পরবর্তীতে ঘটনার বিবরণ সিলেট পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিফ্রিং করে জানানো হবে।

এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তা মো: হেলাল আহমদ প্রতিবেদককে জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত চলে আসি। বিষয়টি দেখে আমরা হতবম্ব হয়ে পড়ি। কি কারণে এ ঘটনাটি ঘটেছে আমাদের জানা নেই।


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল