১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শাবি শিক্ষার্থীরা

শাবি
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রছাত্রীদের অবস্থান - ছবি : নয়া দিগন্ত

বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন ছাত্রছাত্রীরা।

দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে জেব্রা ক্রসিং আঁকতে শুরু করেন আন্দোলনকারীরা। এসময় তারা সড়কের পাশে দীর্ঘ মানববন্ধন করে স্লোগান মুহুর্মূহু স্লোগান দিতে থাকেন।

এর আগে প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ও জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম আন্দোলনকারীদের সাথে কথা বলেন। বেলা দেড়টায় রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান করছেন। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেছেন তারা।

আরো পড়ুন :
দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। ফলে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে সকাল থেকেই বসুন্ধরা আবাসিক গেট এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ৯টার দিকে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধে এ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‌এছাড়া রাজধানীর শাহবাগ মোড়ও অব‌রোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

দিনভর সড়ক অবরোধ শেষে আজকে আবার রাস্তায় নামার ঘোষণা দিয়ে গতকাল ঘরে ফিরেছিল শিক্ষার্থীরা।

আজ শিক্ষার্থীরা ‘বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমাদের দাবি মানতে হবে’ নানা স্লোগান দিচ্ছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশেই অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন এবং আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেন।


আরো সংবাদ



premium cement