১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

ভোটাধিকার প্রয়োগ করে এ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে : আব্দুল মুক্তাদির

-

সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারাপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতের দল। ২০১৪ সালের নির্বাচনে তারা বিনা ভোটে নিজেদের জয়ী ঘোষণা করে। সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এরা নজিরবিহীন ভোট ডাকাতি করে পুণ্যভূমি সিলেটের মাটিকে অপবিত্র করার চেষ্টা করেছে। আগামী ৩০ ডিসেম্বরও তারা ভোট ডাকাতির চেষ্টা করতে পারে। আর তাই ফজরের নামাজ পড়েই কেন্দ্রে গিয়ে হাজির হতে হবে। ধানের শীষে নিজের ভোট প্রয়োগ করে কেন্দ্র পাহারা দিতে হবে। মা-বোনদেরকেও নিজের আমানত পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে জালিম স্বৈরশাসক আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার টুকের বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সকাল ১০টায় টুকের বাজার এলাকায় গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে দিনের প্রচারণার কাজ শুরু করেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। টুকের বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ওয়ারিছ মিয়া। হেলাল আহমদ মাসুমের পরিচালনায় এতে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, পেশাজীবী সমন্বয় পরিষদ নেতা বদরুদ্দোজা বদর, আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জামিল আহমদ, যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলায়াত করেন নোমান আহমদ।

পরে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপি নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপি নেতা, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতে যান ও তার পরিবারের খোঁজ-খবর নেন।

এদিকে, বুধবার রাতে সিলেট নগরীর তেররতন পয়েন্টে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদের সভাপতিত্বে এবং আব্দুস সামাদ আরিফ ও মাহফুজ আহমদের যৌথ পরিচালনায় এতে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান আহমদ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমদ, সাবেক ছাত্রদল নেতা এমএ মালেক, হুমায়ুন কবীর সুহিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মান্দায় বিদ্যুৎপৃষ্টে দর্জি ব্যবসায়ীর মৃত্যু সমর্থকদের মাতামাতি করতে মানা করলেন শান্ত বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে শিশুর মৃত্যু

সকল