২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আওয়ামী প্রতিহিংসার রাজনীতিতে গণতন্ত্র নির্বাসিত : খন্দকার মুক্তাদির

শনিবার গণসংযোগ করেন সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির - নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,আওয়ামী লীগ জনমতে বিশ্বাসী কোন দল নয়, তারা গায়ের জোরে দেশ পরিচালনার রাজনীতিতে বিশ্বাস করে। তাদের প্রতিহিংসার রাজনীতিতে আজ মানবাধিকার ভুলুন্ঠিত, গণতন্ত্র নির্বাসিত। প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই তারা জননেতা ইলিয়াস আলীসহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করে রেখেছে। লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সমুচিত জবাব দিতে গণতন্ত্রকামী জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। জনতার বিজয় ঠেকানোর কোনো ষড়যন্ত্র সফল হবেনা।

তিনি শনিবার সকাল ৮টা থেকে থেকে ১০টা পর্যন্ত নগরীর রিকাবীবাজার, মধুশহীদ, মেডিকেল রোড ও বাগবাড়ী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবি নেতা বদরুদ্দোজা বদর, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল ও সাবেক ছাত্রদল নেতা মির্জা সম্রাট প্রমুখ।

 

খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করার আহ্বান পেশাজীবীদের
এদিকে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করে আওয়ামী অপশাসনের যথাযথ জবাব দেয়ার আহবান জানিয়েছে সিলেটের পেশাজীবীরা।

শুক্রবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত পেশাজীবীদের এক মতবিনিময় সভা থেকে এ আহবান জানানো হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শামীমুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পদক প্রফেসর ডাঃ শাহনওয়াজ চৌধুরী ও সাংবাদিক বদরুদ্দোজা বদরের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। আজ গণতন্ত্র পুণরুদ্ধারের সময় এসেছে। আর তাই এ মুহূর্তে ধানের শীষের প্রতীককে বিজয়ী করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ।

বক্তারা বলেন, গত ১০ বছরে সরকার মেধার কোনো মূল্যায়ন করেনি। এসময় সবচেয়ে বেশী বঞ্চনার শিকার হয়েছে দেশের পেশাজীবী সম্প্রদায়। দুর্নীতিগ্রস্ত চাটুকারদেরকে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। ফলে মেধাবী পেশাজীবীদের সেবা থেকে দেশ বঞ্চিত হয়েছে।

মতবিনিয়ম সভায় সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের সকল ক্রান্তিকালে পেশাজীবী নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এক যুগ ধরে দেশে গণতন্ত্র নেই। চাটুকার ও দলীয় লোকজনের কারণে দেশে মেধার বিকাশ হচ্ছে না। দেশের এই চরম ক্রান্তিকালে আবারো পেশাজীবী-সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আবু ইউসুফ, বিএমএ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মাসুকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিকৃবি সাদা দলের সাবেক সভাপতি প্রফেসর ডা. ছিদ্দিকুল ইসলাম, শাবিপ্রবি গণিত বিভাগের প্রফেসর মতিউর রহমান, আইইবি সিলেটের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন, সাদা দলের সভাপতি প্রফেসর ড. আশরাফ উদ্দিন, বিএমএ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নাজমুল ইসলাম, ড্যাব সদস্য প্রফেসর ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, বিএমএ সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. মোসাদ্দেক চৌধুরী, ড. আশরাফ চৌধুরী, প্রফেসর ডা. আমিনুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সিনিয়র অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অধ্যক্ষ একেএম সিফত আলী, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সিলেট বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাংবাদিক খালেদ আহমদ, কারিগরি শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাদা দল কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক প্রফেসর ডাঃ এমদাদুল হক, সাদা দলের সেক্রেটারী প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহ উদ্দিন, কৃষিবিদ মনোয়ারুল হক, কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক গোলাম রসুল, নেয়ামত উল্লাহ, আবু জর মোহাম্মদ গাউস, কৃষিবিদ ড. জামিল আহমদ, কৃষিবিদ আশফাক আহমেদ, প্রকৌশলী সালাম পারভেজ চৌধুরী, ডা. হোসাইন আহমদ, ডা. মোহাম্মদ আব্দুল হাফিজ, মোঃ হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম, আবু ইউসুফ, মোঃ জায়েদ বখ্স, প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী প্রাক্তন সেক্রেটারী আইইবি প্রমুখ।


আরো সংবাদ



premium cement