২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অপশাসনের পতন ঘটাতে ধানের শীষে ভোট দিন : কাদের সিদ্দীকি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী - ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম র্শীর্ষ নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষের প্রতীক বাংলাদেশের জনগণের প্রতীক, তাই অপশাসনের পতন ঘটাতে ধানের শীষে ভোট দিন।

তিনি আরো বলেন, ৩০০ আসনের মালিক বেগম খালেদা জিয়া, আর প্রার্থীরা হলেন তার প্রতিনিধি। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশকে আরেকবার স্বাধীন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। গতকাল বুধবার জৈন্তাপুরে ধানের শীষের সমর্থনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০দলীয় জোটের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা শাপলা চত্বরের কথা ভুলি নাই, কোনো মুসলমান নৌকায় ভোট দেবে না। আপনারা ধৈর্য ধরুন, আল্লাহ আপনাদের সাথে আছেন।

ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ট। উন্নয়নের পরিবর্তে দেশে চলছে গুম, হত্যা, সন্ত্রাস, টেন্ডারবাজি। জালিম সরকারের ফরমায়েশি রায়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হচ্ছে। বিজয়ের মাসে আরেকবার যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

বিকেল ৪টায় জৈন্তাপুর জৈন্তিশ্বরী ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ। উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল হাফিজের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ঐক্যফ্রন্ট সর্মথিত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এম.পি কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুর রাজ্জাক, জমিয়তে উলামেয়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, জেলা পরিষদের সদস্য মুহিবুল হক ও রফিকুল ইসলাম শাহপরান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আল আসলাম মুমিন, জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মাহবুব আহমদ, খালেদ আহমদ, সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ইন্তাজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন বেলাল, জামায়াত নেতা মাওলানা আব্দুল খালিক, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, মাওলানা আজহার, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশিম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ খানসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement