২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঐক্যফ্রন্টের পথসভার মাইক ও চেয়ার-টেবিল নিয়ে গেল পুলিশ

ঐক্যফ্রন্টের পথসভার মাইক ও চেয়ার-টেবিল নিয়ে গেল পুলিশ - ছবি : সংগৃহীত

অনুমতি না থাকায় বুধবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে পুলিশ। এছাড়া সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চের চেয়ার- টেবিলও জব্দ করে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, ‘ঐক্যফ্রন্টকে রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। দরগায় সভা করার কোন অনুমিত তারা চাননি। ’

মহানগর বিএনপি নেতা ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি বলেন, মাজার জেয়ারতের পর প্রচার শুরু উপলক্ষে দরগা এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেবার কথা ছিলো নেতৃবৃন্দের। এজন্য সেখানে একটি ছোট মঞ্চ ও মাইক বসানো হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ে গেছে । সময় স্বল্পতা ও একাধিক কর্মসূচি থাকায় রেজিস্ট্রারি মাঠের সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বুধবার সিলেট থেকে শুরু হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড.কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, জাফরুল্লাহ, নজরুল ইসলাম খানসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে এসে দুই ওলির মাজার জেয়ারত করেন ও পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement