২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হবিগঞ্জে সায়হাম টেক্সটাইলে অগ্নিকান্ড : ব্যাপক ক্ষতি

-

হবিগঞ্জের নোয়াপাড়ায় অবস্থিত সায়হাম কটন মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই কটন মিলের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে তা কটন মিলের অন্যান্য সেকশন ছড়িয়ে পড়ে।

প্রথমে মাধবপুর ফায়ার সার্ভিস, পরে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদসহ প্রশাসনের কর্মকর্তারা।

অগ্নিকান্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞ কমিটি করে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন সায়হাম কটন মিলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

সায়হাম কটন মিল এলাকায় থাকা সায়হাম পরিবারের ঘনিষ্ট হিসেবে পরিচিত মোহাম্মদ নাহিজ জানিয়েছেন, ইতিমধ্যে ১৫ হাজার বেল তুলা পুড়ে ছাই হয়ে গেছে। যার বাজার মূল্য ৭৫ কোটি টাকা। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আরো দীর্ঘ সময় লাগতে পারে। ক্ষয়ক্ষতি আরো অনেক গুণ বেড়ে যেতে পারে।


আরো সংবাদ



premium cement