১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বাঘের আক্রমণে আহত সেই শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি -

কুলাউড়া উপজেলার বরমচাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান চৌধরী ওরফে রানু মিয়া (৫০) বাঘের আক্রমণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৪ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু হয়েছে। আক্রমনকারী বাঘকে এলাকাবাসী মেরে ফেললেও নতুন করে আরেকটি বাঘ লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে আতংক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের মৃত আব্দুল মতলিব চৌধুরীর ছেলে প্রাইমারী স্কুল শিক্ষক আব্দুর রহমান চৌধরী তাদের পঞ্চায়েতি মসজিদে এশার নামাজ আদায় করে বাড়িতে ফিরার পথে পথিমধ্যে বাঘের আক্রমণের শিকার হন। বাঘ তাঁর মুখ মন্ডলে আঘাত করে মুখের মাংসের একটি অংশ ছিড়ে নিয়ে যায়। সাথে সাথে তাকে সিলেটের একটি বেসরকারী হাসাপাতালে ভর্তি করা হলে সেখানে ১৫ দিন চিকিৎসারত অবস্থায় বুধবার বিকেল ৪ টায় তার মৃত্যু ঘটে।

বরমচাল ইউনিয়ন পরিষদ সদস্য ফখরুল ইসলাম বাঘের আক্রমণে রানু মাষ্টারের মৃত্যর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারবর্গ পোষ্টমর্টেম ছাড়াই প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, যে বাঘটি রানু মাষ্টারকে আক্রমন করেছে, সে বাঘটিকে এলাকাবাসী মেরে ফেলেছেন। তবে আরও একটি বাঘ এলাকায় ঘোরাফেরা করছে বলে তিনি জানান।

এব্যাপারে বন বিভাগের বরমচাল বিট অফিসার বন গবেষক আহমদ আলী জানান, সমতলে মেছো বাঘের আক্রমণ থেকে বাঁচতে রাত্রিকালিন পাহারা দেওয়া ছাড়া আগুন জ্বালিয়ে বাঘকে তাড়িয়ে দিতে হবে।

 

আরো দেখুন : গৃহবধুর লাশ নিয়ে ধূম্রজাল
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা; ২৮ অক্টোবর ২০১৮, ২০:১৯


কুলাউড়ার ভুকশিমইলে বিয়ের সাত মাসের মাথায় লিপি বেগম(১৯) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, বিয়ের ফার্নিচারের টাকা দেয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধু লিপি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার দুপুর ২ টায় উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রামে গৃহবধুর স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানায় কান্নাজড়িত কন্ঠে নিহতের মা রুশনা বেগম বলেন, সাত মাস আগে তার মেয়ে লংলা আধুনিক মহাবিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী লিপি বেগম(১৯)কে কানেহাত গ্রামের কাতার প্রবাসী আব্দুস সামাদের সাথে বিয়ে দেয়া হয়।

বিয়ের পর থেকে তার মেয়ে লিপি বেগমের নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা হিসাবে প্রচার করছে শ্বশুরবাড়ির লোকজন।

নিহত লিপির পিতা আব্দুল মনাফ বলেন, আমার মেয়েকে ভাসুর-দেবরসহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রচার করা হচ্ছে। আমরা কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছি।

নিহত গৃহবধু লিপি বেগমের ভাসুর সাইদুর রহমান বলেন, স্বামীর সাথে মোবাইলে কথা বলে লিপি শোবার ঘরে গিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হয়তো স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করতে পারে।

নির্যাতনের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, নিহত লিপির বাবার বাড়ির এক মেম্বার এসে উসকানী দিয়ে এ মিথ্যে অভিযোগ করাচ্ছেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্বার করা হয়েছে। তবে মৃত্যুটি হত্যা না আত্মহত্যা- সেটি ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে। 
নিহত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ এখনো পাননি বলে জানান তিনি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আরো সংবাদ



premium cement
দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২

সকল