২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেটে জেলা বিএনপি সভাপতির বাসায় অবরুদ্ধ বিএনপি নেতারা

সিলেটে জেলা বিএনপি সভাপতির বাসায় অবরুদ্ধ বিএনপি নেতারা - ছবি : সংগ্রহ

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের নগরীর যতপুরের বাসা ঘিরে রেখেছে পুলিশ। গতকাল রাত ৮টায় বাসার বাইরে পুলিশ অবস্থান নেয়। তার বাসার সামনে থেকে ছয় নেতাকর্মীকে এবং উপশহর থেকে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তবে নগরীর বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আটকদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটকের পর যাচাই-বাছাই শেষে ছয় নেতাকর্মীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও।

সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর জানান, নগরীর সোবহানীঘাট থেকে ডা: শাহরিয়ার ও কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ডা: শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘আবুল কাহের শামীমের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা আছি। পুলিশ বাসা ঘিরে রেখে আমাদের অবরুদ্ধ করে রেখেছে।

তিনি বলেন, ‘ডা: শাহরিয়ার ও কয়েস লোদীসহ ছয়জনকে কাহের শামীমের বাসার সামনে থেকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, উপশহর রোজভিউ হোটেলের সামনে থেকে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের জন্য আমরা বৈঠক করছিলাম। কিন্তু পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে, আমার বাসার সামনে থেকে এবং বিভিন্ন স্থান থেকে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করেছে।’
তিনি বলেন, ‘সমাবেশের প্রচারে পুলিশ বাধা দিচ্ছে। আমাদের মাইক নিয়ে গেছে তারা। আমরা পুলিশের এ ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করলেন ড. কামাল

হজরত শাহজালালের (রহ:) মাজার জিয়ারত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল মঙ্গলবার এশার নামাজের পর তিনি মাজার জিয়ারতে যান। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মহসিন মন্টু ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো: মনসুরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সমাবেশ ঘিরে মানুষের আকাক্সা যাতে পূরণ হয় সেই ল্েয কাজ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।’ 

এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক ও অবরুদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের এটা করার কথা নয়। যদি করে থাকে তাহলে এটি অন্যায়। পুলিশকে দেখাতে হবে কোথাও আইনের ব্যত্যয় ঘটেছে কি না। এর আগে গতকাল সন্ধ্যা পৌনে ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফাইটে ঢাকা থেকে সিলেট আসেন ড. কামাল হোসেনসহ শীর্ষ নেতারা।


আরো সংবাদ



premium cement