২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সিসিক মেয়র আরিফের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

মেয়র আরিফের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ। ছবি - নয়া দিগন্ত।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র হিসাবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী। সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মেয়র আরিফ। এসময় তার সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরভবনে আসলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চলতি বছরের ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে দ্বিতীয়বারের মত সিসিকের মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। গত ৫ সেপ্টেম্বর শপথগ্রহণ করেন তিনি।

অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে চাই
সিলেট সিটি কর্পোরেশনে টানা দ্বিতীয়বারের মত মেয়র পদে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ শেষে মেয়র আরিফ বলেন, ‘প্রথমে আমি গত মেয়াদের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করতে চাই। এই কাজগুলো শেষ করে গত নির্বাচনের ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করব। এছাড়া নগরীর বিভিন্ন সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।’

তিনি বলেন, ‘নগরীর যেসব রাস্তাঘাটের কাজ শেষ হয়নি এবং নতুন করে ভেঙ্গেছে সেগুলো বর্ষা মৌসুমের আগেই শেষ করতে চাই। কেননা বৃষ্টি শুরু হয়ে গেলে কাজ করা যাবে না।’

আরিফ বলেন,‘নগরীর যানজট সমস্যা সমাধানে আমার মাথায় কিছু পরিকল্পনা রয়েছে। আমার নবনির্বাচিত পরিষদের সাথে বসে এসব ব্যপারে সিদ্ধান্ত নেব। আমরা চাই কম খরচে নগরবাসীর যাতায়াতের ব্যবস্থা করে দিতে।’

আরো দেখুন : বুধবার শপথ নেবেন মেয়র আরিফ
সিলেট ব্যুরো, ০২ সেপ্টেম্বর ২০১৮

সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জয়লাভ করা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী আগামী বুধবার শপথ গ্রহণ করবেন। ওই দিন সকাল ৯টায় গণভবনে সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও ওই দিন শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী মোশাররফ হোসেন।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, সিসিক নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের শপথ গ্রহণসংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র ও কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে। 

৬ মাসের জন্য পাসপোর্ট পেলেন সিসিক মেয়র আরিফ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ছয় মাসের জন্য তার পাসপোর্ট ফেরত পেয়েছেন। পাসপোর্টটি সিলেটের জেলা প্রশাসকের হেফাজতে ছিল।
গত মঙ্গলবার দুপুরে উচ্চ আদালত সিলেটের জেলা প্রশাসককে সিসিযক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে পাসপোর্ট হস্তান্তর করার নির্দেশ দেন। আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম ক্বাফি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আরিফুল হক চৌধুরী পাসপোর্ট ফিরে পেতে সিলেট জেলা আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন।

ব্যারিস্টার ক্বাফি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান মামলায় জামিনে রয়েছেন মেয়র আরিফুল হক। জামিনের সিকিউরিটি হিসেবে জেলা প্রশাসকের হেফাজতে ছিল পাসপোর্ট। ট্রাইব্যুনালে আরিফুল হক চৌধুরীর আবেদন নাকচ হলে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জনকারী বড় মেয়ে নাহিয়ার কনভোকেশন (সমাবর্তন) অনুষ্ঠানে যোগ দিতে আরিফের পাসপোর্ট প্রয়োজন। শিগগিরই তিনি ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। উচ্চ আদালত ছয় মাসের জন্য আরিফের কাছে পাসপোর্ট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। এ সময়ের পর আবার আরিফকে জেলা প্রশাসকের হেফাজতে পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে। এর আগেও তিনি ওমরাহ হজে যাওয়ার জন্য ছয় মাসের জন্য উচ্চ আদালতের নির্দেশে পাসপোর্ট ফিরে পেয়ে ছিলেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এম এ এস কিবরিয়া হত্যা মামলা ও সুনামগঞ্জে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে জামিনে রয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।


আরো সংবাদ



premium cement