১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

বানিয়াচংয়ে পেট্রোল বোমা উদ্ধার

-

বানিয়াচংয়ে পেট্রোল বোমা ও রড উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় বড়বাজার ১নং ইউনিয়ন অফিসের বাগান থেকে এগুলি উদ্ধার করা হয়।
বানিয়াচং থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ইউনিয়ন অফিসের বাগানরে পাশে থাকা টিউবওয়েল থেকে বাজারের হোটেলগুলোতে ভোরে পানি নিতে আসা লোকজন প্রথমে কিছু বস্তু পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে এগুলিকে পেট্রোল বোমা হিসেবে শনাক্ত করেন।
এসময় ৮টি পেট্রোলবোমা ও ৪ সুতি রডের তৈরি তিন ফুট লম্বা বিশেষ হাতলওয়ালা ১০টুকরো রড উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ১নং ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, আমার অফিসটি বাজারের মধ্যখানে উপস্থিত। এখানে টিউবওয়ের থেকে লোকজন সবসময় পানি নেওয়ার কারনে গেটে তালা দেওয়া হয়না।বাজারের পাহারাদার আছে,আমাদের কোন পাহারাদার নাই। আমি এঘটনার বিচার চাই।
এব্যাপারে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম পেট্রোল বোমা ও রড উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।।
এব্যাপারে বানিয়াচং উপজেলার ইউএনও মোঃ মামুন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরো সংবাদ



premium cement