২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিয়ানীবাজারে সহকর্মীকে ছুরিকাঘাত

-

পুরনো সহকর্মী আফজাল হোসেনকে (২৩) ছুরিকাঘাতের ঘটনায় সিলেটের বিয়ানীবাজারে নেকদিল হোসেন সোহেল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নেকদিল সেখানকার দেবারাই গ্রামের সফর আলীর পুত্র। তার কাছ থেকে একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি সূত্র জানায়, ভিকটিম আফজাল হোসেন ও আসামী নেকদিল হোসেন সুহেল প্রায় ৫ বছর পূর্বে স্থানীয় আছিরগঞ্জ বাজারে একটি কোম্পানীর সেল্সম্যান হিসাবে কাজ করতো। তখন থেকে তাদের পরিচয়। সম্প্রতি আফজাল হোসেন তার মাকে দেওয়ার জন্য নেকদিল হোসেন সুহেল এর কাছে আট হাজার দুইশত টাকা প্রেরণ করে। কিন্তু নেকদিল এ টাকা না দিয়ে খরচ করে ফেলে।

গত ২৩ আগস্ট আছিরগঞ্জ নেকদিলকে পেয়ে তার কাছে পাওনা টাকা ফেরত চায় আফজাল। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে নেকদিল ধারালো ছুরি দেয়ে আফজালকে আঘাত করে। এতে তার বাম কপাল ও কানের মধ্যবর্তী স্থান রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেকদিলকে ধারালো ছুরিসহ গ্রেফতার করে। এ ঘটনায় আফজালের পিতা আতিকুর রহমান বাদী হয়ে নেকদিলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

 


আরো সংবাদ



premium cement