২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ত্রাণ বিতরণে অনিয়ম, ইউপি সদস্যকে শোকজ

নাম-ঠিকানা না লিখে সাদা মাস্টার রুলে স্বাক্ষর রেখেই দেয়া হচ্ছে ত্রাণ - ছবি: নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে সরকারী ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার কামারচাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাঙ্গালী, গোবিন্দপুর, আবদা, তারাপাশা, দশঘরি ও কালাইকোনা গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল। এসময় ওই ওয়ার্ডের সদস্য জিয়াউর রহমান ইউনিয়ন পরিষদ আঙিনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে সরকারী চাল বিতরণ করছিলেন।

বিকালে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে ওই ইউনিয়নে গেলে এলাকাবাসী ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। একই ব্যক্তি একাধিকবার ত্রাণ নিচ্ছেন, কেউ কেউ একবারও পাচ্ছেন না এবং অন্য ওয়ার্ডের মানুষকেও চাল দেয়া হচ্ছে বলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

তিনি ইউপি সদস্য জিয়াউর রহমানকে ত্রাণ বিতরণের মাষ্টাররুল দেখাতে বললে ওই ইউপি সদস্য মাষ্টাররুল দেখাতে গড়িমসি করেন। সাধারণ মানষদের সামনে এমন পরিস্থিতির সৃষ্টি হলে এলাকাবাসী ইউপি সদস্যের উপর ক্ষোভ প্রকাশ করেন। এরপর তারা মারমুখী আচরণ করেন। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। পরে পুলিশের সহায়তায় দু’টি মাষ্টাররুল জব্দ করা হয়।

জব্দকৃত মাষ্টাররুলে দেখা যায়, একটিতে নাম, পিতার নাম, গ্রামের নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার লেখা থাকলেও অন্যটিতে এসব কিছুই লেখা ছিল না। ওই মাষ্টাররুলের কলামগুলো খালি রেখে শুধু স্বাক্ষরের কলামে টিপসই রেখে চাল বিতরণ করা হচ্ছিল। পরে ওই দিনই উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্য জিয়াউর রহমানকে শোকজ করেন।

অভিযুক্ত জিয়াউর রহমান বলেন, চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে চাল বিতরণ করেছি। আমি কোনো অনিয়ম করিনি।

কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম জানান, বন্যা দুর্গত অনেকের নাম নেয়া হয়নি বলে এই ওয়ার্ডের কয়েকজন ৩/৪ দিন আগে আমাকে জানিয়েছেন। আমার সাথে সমন্বয় না করেই ওই সদস্য তার ইচ্ছামত কাজ করছেন। ঘটনার দিন পরিষদের বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকার সুযোগে সে অনিয়ম করেছে বলে সাধারণ মানুষ আমাকে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার বলেন, ওই ইউপি সদস্যকে মাষ্টাররুল দেখাতে বললে সে গড়িমসি করতে থাকে। পরে পুলিশের সহায়তায় মাষ্টাররুল জব্দ করা হয়। এতে অনিয়ম দেখা গেছে। এ ঘটনায় ইউপি সদস্যকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল