২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মানুষের কল্যানে কাজ করে যাব : ডিসি নুমেরী জামান

গোয়াইনঘাটে উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি বিষয়ে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক নুমেরী জামান - নয়া দিগন্ত

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যানে সার্বক্ষনিক কাজ করে যাব। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করুন। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলির সমাধান করতে সরকার প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাটের শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের শূন্য পদের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া আরো বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুছ সালাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিনসহ বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


আরো সংবাদ



premium cement
কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে? জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত

সকল