১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তাহিরপুরে কোনা জাল আটক

-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও পাটলাই নদীতে অভিযানে চালিয়ে কোনা জাল আটক করেছে তাহিরপুর উপজেলা ও পুলিশ প্রশাসন। আটককৃত কোনা জালের মূল্য প্রায় ৩ লাখ টাকা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ১১টায় সময় উপজেলার পাটলাই নদীতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূনেন্দ্র দেব,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্দি ধর এবং উপজেলা মৎস কর্মকর্তা তানবির আহমেদ দ্রুত অভিযান চালিয়ে ৩টি বড় কোনা জাল আটক করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

এছাড় বুধবার রাতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধরের নেতৃত্বে লক্ষাধিক টাকার কোনা জাল আটক হয়। এসময় পুলিশের উপস্থিতিটের পেয়ে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।

এঘটনার সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান,আমরা কোন অবৈধ কাজ এই উপজেলায় কাউকে করতে দেব না। হাওরে অবৈধ ভাবে কারেন্ট জাল,কোনা জাল সহ অন্যান্য জাল দিয়ে পোনা মাছ আহরণকারী সবাইকে যে কোন মূল্যেআইনের আওতায় আনব । কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্য ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করা হচ্ছে আরো হবে।

 

 

 


আরো সংবাদ



premium cement