২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফের আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

ফের আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি - ছবি : সংগৃহীত

পাঁচ মাস পর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যায়, নতুন মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আশরাফ গনি। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্টিত হয়ে ছিলো। ড. আবদুল্লাহর ভোট কারচুপির অভিযোগের কারণে ফলাফল ঘোষণা বিলম্বিত হয়েছে।

গনি ভোট পেয়েছেন ৫০.৫৪ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ শতাংশ ভোট।

গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে ব্যাপক জালিয়াতি, বায়োমেট্রিক ডিভাইসের প্রযুক্তিগত সমস্যা, ভোটকেন্দ্রে আক্রমণ ও অনিয়মের কারণে সঠিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন গানির প্রতিপক্ষরা।

২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের পর গত ৫ বছরে তারা দুজন কথিত যৌথ সরকার হিসেবে দেশ পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্র এ যৌথ সরকার গঠন করার ক্ষেত্রে মূল ভূমিকায় ছিলো। সূত্র: রয়টার্স, আল জাজিরা


আরো সংবাদ



premium cement