২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জেলের জালে জোড়া জ্যান্ত ইলিশ, দেখতে হুড়োহুড়ি পশ্চিমবঙ্গে

- ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কুঁকড়াহাটির হুগলী নদীতে মাছ ধরা নৌকায় চেপে জাল ফেলার সময় আজ একসঙ্গে দুটো ইলিশ ধরা পড়ে। স্থানীয় সুতাহাটার বাসিন্দা হারাধন দাসের জালে ধরা পড়ে ইলিশ দুটো।

ধরা পড়া ইলিশ মাছের একটির ওজন দেড় কেজির বেশি। অন্যটির ওজন এক কেজির মতো। জালে পড়া মাছ দু’টি অনেক সময় জ্যান্ত ছিলো, যা দেখে অবাক হন সকলেই! জ্যান্ত ইলিশ দেখতে সোমবার বিকেলে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও ইলিশ মাছ দু’টির দাম সেভাবে পাওয়া যায়নি। আড়াই তিন হাজার টাকা কেজির জায়গায় জ্যান্ত ইলিশ মাছ দু’টি বিক্রি হয়েছে দেড় হাজারেরও কম টাকায়। এক হাজার ৪০০ টাকা কেজি হিসেবেই এদিন ইলিশ মাছ দুটি বিক্রি হয়েছে।

তবে দাম সেরকম না পেলেও জ্যান্ত ইলিশ ধরা নিয়ে বেজায় খুশি হারাধন দাস। ধরা পড়া ইলিশ দুটিকে বেশি সময় বাঁচিয়ে রাখতে যথেষ্ট তদবির করেন তিনি। বলেন, এতো দিন দেখে এসেছি পানি থেকে তোলা হলেই ইলিশ মাছ আর জীবিত থাকে না। কিন্তু আজকে যা হলো সেটা অবাক করেছে! নিউজ১৮।


আরো সংবাদ



premium cement