১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

আগুন জ্বালাচ্ছেন অমিত শাহ, অভিযোগ মমতার

-

দেশে আগুন ‘জ্বালানো’র অভিযোগ করে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মমতা বলেন, ‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি শুধু আপনার দলের (বিজেপি) সভাপতি নন। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুন। আগুন জ্বালানো নয়, আগুন নেভানোই আপনার কাজ।’

এরই পাশাপাশি রেলের সম্পত্তি নষ্ট করলে দেখামাত্র গুলির যে নির্দেশ রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি দিয়েছেন, তারও নিন্দা করেন সাবেক রেলমন্ত্রী মমতা। মমতা বলেন, ‘এক হাজার বুলেটের দামের চেয়ে ১০ জন লোক যদি পথে নেমে শান্তির কথা বলেন, তা হলে তার দাম অনেক বেশি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট দিয়ে হয় না। দাঙ্গা, সন্ত্রাস দিয়ে হয় না।’

ভারতের নতুন নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরুদ্ধে প্রতিবাদে সোমবার থেকে পরপর তিনদিন পথে নেমে মিছিল করেন মমতা। বুধবার তৃতীয় দিনে ঘোষণা দেন, ‘এর পর দিল্লি ও পঞ্জাবেও যাব।’

মানুষের ‘ক্ষোভ’ প্রশমনের চেষ্টা না করে অমিত শাহ সেই ক্ষোভের আগুনে ঘি ঢালার দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন মমতা। বিজেপি সভাপতির উদ্দেশ্যে তার প্রশ্ন, ‘দেশ জ্বলছে। এই অবস্থাতেও কেন আপনি বলছেন, এনআরসি হবেই হবে? কেন বলছেন, আধার কার্ড চলবে না? যদি আধার কোনও কাজেই না লাগে, তা হলে ফোনের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেন জুড়েছিলেন এই কার্ড?’

মমতা কটাক্ষ করে বলেন, ‘যে ভোটার আই-কার্ড দেখিয়ে মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, এখন সেই পরিচয়পত্র না চললে কি বিজেপির মাদুলি চলবে?’ সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement