২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পেঁয়াজ কেনার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বৃদ্ধের

- ছবি : সংগৃহীত

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে। ভর্তুকির পেঁয়াজ কেনার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল এক বৃদ্ধের। ভারতের পেঁয়াজ নিয়ে চলা সংকটের সময় এই প্রথম মৃত্যুর কারণ হল পেঁয়াজ।

দেশটির অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুডিভাড়া শহরের ঘটনা। সোমবার সকালে ভর্তুকির পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় ৫৫ বছরের কৃষক ঐর সামবাইয়ার। স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৬টা নাগাদ পেঁয়াজ ও অন্যান্য সবজি কিনতে রিথু বাজারে গিয়েছিলেন ওই কৃষক। পেঁয়াজ কেনার লাইনে ১০ মিনিট দাঁড়ানোর পরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর পাশের ফুটপাথে গিয়ে দাঁড়ান তিনি।

পথচলতি মানুষজন তাকে যখন জিজ্ঞেস করছেন যে কী হয়েছে, তখনই কয়েক মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন সামবাইয়া। স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গুডিভাড়া হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই সময়।


আরো সংবাদ



premium cement