২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

এস-৪০০ পেতে রাশিয়াকে অগ্রিম ৮০০ মিলিয়ান ডলার দিয়েছে ভারত

এস-৪০০ বিমান পেতে রাশিয়াকে অগ্রিম ৮০০ মিলিয়ান ডলার দিয়েছে ভারত - ছবি : সংগৃহীত

রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ ভারত। এ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পেতে ইতিমধ্যেই তৈরিকারক দেশ রাশিয়াকে অগ্রিম বাবদ ৮০০ মিলিয়ন ডলার দিয়েছে।

সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসটেকের প্রধান সের্গেই চেমেজভ। তিনি বলেন, এ চুক্তির আওতায় ভারতকে ২০২৫ সালে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাথে ভারতের এ চুক্তিতে মার্কিন নিষেধাজ্ঞা এসেছিল তবে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে ছাড়ের বিষয়ে সংকেত পেয়েছে। এর আগে ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লি সফরে আসলে ভারতের সঙ্গে ৫ বিলিয়ন ডলারে এস-৪০০ কেনার চুক্তি হয়।

এদিকে গত বৃহস্পতিবার ব্রাজিলে এক সম্মেলনে পুতিন বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ভারতকে এস-৪০০ সরবরাহ করা হবে। গত পাঁচ বছরে ভারতের সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের ৬২ শতাংশ মস্কো থেকে কেনা হয়েছে। ভারতের সবচেয়ে বড় সামরিক যন্ত্রপাতি সরবরাহকারী দেশ রাশিয়া।

সম্প্রতি কয়েক বছরে ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে অস্ত্র কেনা সীমিত করেছে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা নিয়ে ভারতকে তুরস্কের মতো নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে ( নিষেধাজ্ঞা আইন সিএএটিএসএ) রাশিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কিনলে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হয়। তবে প্রেসিডেন্টের ছাড়ের বিষয়ের সুযোগ রয়েছে।

ভারতীয় বিশ্লেষক শুকলা আলজাজিরাকে বলেছেন, উদ্বেগ সত্ত্বেও এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সঙ্গে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই; যেমনটি তুরস্কের সাথে হয়েছিল।

ভারত কয়েকদশক ধরে রাশিয়া থেকে অস্ত্র কিনছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার দিকে যাচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বেশ খুশি তারা উল্লেখসংখ্যক হারে অস্ত্র ভারতে বিক্রি করতে পারছে এবং তারা বুঝতে পেরেছে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সামরিক সম্পর্ক রয়েছে যা বন্ধ করা সম্ভব নয়।

ভারত- রাশিয়ার মধ্যে সম্পর্ক খুবই পুরনো ও পরীক্ষিত। তবে বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি ও বিক্রিতে উচ্চ শুল্ক আরোপ করেছে দিল্লি। অন্যদিকে স্টিল শিল্পে ভারতকে শুল্ক ছাড় না দিতে অনড় রয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের ধারণা, জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের জেরেই দ্রুত এস-৪০০ পেতে মরিয়া নয়া দিল্লি। কারণ হিসেবে তারা দেখছেন, আগস্টের পর থেকে পাকিস্তান দুটি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল