২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

-

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বর দখল করে আছে ভারতের রাজধানী দিল্লি। পাঁচ নম্বরে কলকাতা আর নয়ে মুম্বাই। দূষিত শহরের তালিকার প্রথম দশের তিনটি শহরই ভারতের। দেশটির বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে, যা আগে কখনও দেখা যায়নি।

সংস্থার প্রতিবেদন বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭। দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। রয়েছে পাঁচ নম্বরে। আর তালিকায় নয় নম্বরে থাকা মুম্বাইয়ে ১৫৩। অর্থাৎ দিল্লি বাদে বাকি দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক।

এদিকে গত সপ্তাহে বৃষ্টির কারণে কলকাতায় কিছুটা দূষণ কমলেও, বৃষ্টি কমতেই ফের দূষণের চাদরে ঢাকতে শুরু করেছে। দূষণের পরিমাণ সবচেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি।

দূষণ নিয়ন্ত্রণ পরিষদের এক বিশেষজ্ঞ বলেন, ‘'দূষণের নিরিখে পুরো পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এতেই বোঝা যায়, বিপদ এখানেও রয়েছে। তাই সবাইকে এখনই সতর্ক হতে হবে।'‌

দূষণের তালিকায় পাকিস্তানের লাহোর আছে দ্বিতীয় স্থানে। বাতাসের গুণমান সূচক ২৩৪। তার মানে লাহোরের চেয়ে দিল্লি দ্বিগুণ দূষিত। এই তালিকার চতুর্থ স্থানে আছে পাকিস্তানের রাজধানী করাচি, বাতাসের গুণমান সূচক ১৮০। তৃতীয় স্থানে আছে উজবেকিস্তানের তাসকেন্ত, বাতাসের গুণমান সূচক ১৮৫।

ষষ্ঠ স্থানে আছে চীনের চেংডু। বাতাসের গুণমান সূচক ১৫৮। ভিয়েতনামের হ্যাননেরও ১৫৮। অষ্টম স্থানে চীনের আরেকটি শহর গানঝু, বাতাসের গুণমান সূচক ১৫৭।

দশে আছে নেপালের কাঠমাণ্ডু। বাতাসের গুণমান সূচক ১৫২।

সূত্র : স্কাইমেট ওয়েদার ডট কম


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর

সকল