২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাবরি মসজিদের জন্য সরকারি জমি নেবে না মুসলমানরা

বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট - ছবি : সংগৃহীত

ভারতের অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা করতে আদালতে যাওয়া যায় কি না, রোববার তা নিয়ে বৈঠকের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তার আগেই কঠিন সিদ্ধান্ত নিলো অযোধ্যা মামলায় অন্যতম মামলাকারী সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ (জেইউএইচ)। অযোধ্যার বাবরি মসজিদের পরিবর্তে বিকল্প পাঁচ একর জমি দেয়ার যে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, তা গ্রহণ করার প্রশ্নই ওঠে না বলে জানিয়ে দিলেন তারা।

বৃহস্পতিবার দিল্লিতে জামিয়ত উলেমা-ই-হিন্দের ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। সেখানেই বিকল্প জমি গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমনকি আদালতের রায় পুনর্বিবেচনা করে দেখতেও তারা আবেদন জানাতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তাদের পাঁচ সদস্যের বিশেষ কমিটি আইনি পরামর্শ নেবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশে সংগঠনের সভাপতি আরশাদ মাদানি।

আরশাদ মাদানি বলেন, ‘ওয়ার্কিং কমিটির বৈঠকে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে একটি হল বিকল্প পাঁচ একর জমি নিয়ে এবং অপরটি হল শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করে দেখা নিয়ে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, মসজিদের পরিবর্তে বিকল্প কিছু নেয়ার প্রশ্নই ওঠে না। না টাকা, না জমি। কোনো মুসলিম সংগঠনেরই এই অদলবদল স্বীকার করা উচিত নয়।’

ওই সংগঠনের সদস্য মাওলানা রশিদি বলেন, ‘শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করতে আবেদন জানানো যায় কি না, তার জন্য আরশাদ মাদানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আইনজীবীদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে।’

১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দ এ বছরই ১০০ বছর পূর্ণ করেছে। খিলাফৎ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। দেশভাগেরও কট্টর বিরোধী ছিল তারা। দেশের সমস্ত মুসলিম সংগঠনের মধ্যে জমিয়তে উলেমা-ই-হিন্দকে অন্যতম প্রভাবশালী এবং আর্থিকভাবে মজবুত সংগঠন হিসেবে ধরা হয়।

অযোধ্যা মামলার রায় নিয়ে তাদের সাথে একমত অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক-সদস্য তথা সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের অন্যতম আইনজীবী জাফরিয়াব জিলানি এবং অন্যতম মামলাকারী মুহাম্মদ উমরও। আদালতের রায়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা

সকল