২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভয়ঙ্কর রূপে ঝড়-বৃষ্টি নিয়ে স্থলভাগে বুলবুলের হানা

- ছবি : সংগৃহীত

ভারতের স্থলভাগে ঢুকে পড়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। উপগ্রহ চিত্র থেকে এমনই তথ্য পাওয়া যাচ্ছে।

জানা গেছে, প্রবল বেগে ঝড় বইছে সাগরদ্বীপ এলাকায়। ইতোধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে বাড়ি। চাল উড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম, নয়াচর ব্লক বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিস্থিতি এখনও আয়ত্ত্বের মধ্যে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।

অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বুলবুলের প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ, ঝড়খালি, সন্দেশখালি এলাকায় ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে ইতোমধ্যেই প্রায় দেড় লাখের বেশি মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ হাজার, উত্তর ২৪ পরগনায় ৪৩ হাজার, পূর্ব মেদিনীপুরে ৫৫ হাজার, পশ্চিম মেদিনীপুরে ১ হাজার, হুগলীতে ৯ হাজার ৪২৬ জন, হাওড়ায় ১০ হাজার ৪০০ জন, কলকাতায় ২ হাজার ৫০০ জনকে সরানো হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জিনিউজ।


আরো সংবাদ



premium cement