২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আবরার হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে মানববন্ধন

- ছবি : নয়া দিগন্ত

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নয়াদিল্লির ডিপ্লোমেট এলাকায় অবস্থিত সার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবরার হত্যার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে। এতে সার্কের সদস্য ৮ দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানের প্লেকার্ড নিয়ে আবরার হত্যার প্রতিবাদ জানান। মানববন্ধনে বাংলাদেশ, ভারত ও নেপালের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশের শিক্ষার্থী ঢাবির সাবেক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব তার বক্তব্যে ছাত্রলীগের সমালোচনা করে বলেন, ছাত্রলীগের এরকম বর্বর হত্যাকাণ্ড ৭১ কে স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, বাক স্বাধীনতা আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। এতে হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী। তিনি ভারতের সাথে সকল অসম চুক্তির সমালোচনা করেন।

ভারতের শিক্ষার্থী তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার ছাত্ররাজনীতির সিস্টেমের সমালোচনা করেন এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানান মানুষের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ না করতে।


আরো সংবাদ



premium cement