২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিল অখণ্ড ভারত তৈরির পদক্ষেপ : মোদি

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে অখণ্ড ভারতের স্বপ্নকে সফল করার জন্য। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে গিয়ে একথাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী অক্টোবর মাসে বিধানসভা নির্বাচন হতে চলেছে মহারাষ্ট্রে। সেই উপলক্ষে বৃহস্পতিবার নাসিকে নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। যুগ যুগ ধরে কাশ্মিরিদের কংগ্রেস বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন। তবে ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্র কাশ্মীর উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরি করতে উদ্যোগ নিয়েছে বলেই তিনি জানান।

জম্মু ও কাশ্মিরকে 'জঙ্গিমুক্ত' করার শপথ নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই হিংসার পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কাশ্মিরের যুব সম্প্রদায় এবং সেখানকার মা ও বোনেরা। ৩৭০ ধারা বাতিল হওয়ার পর তারা
এবার উন্নয়ন এবং চাকরি চান। তাই তাদের জন্য উপত্যকায় ‘নতুন ভূস্বর্গ’ তৈরির সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র। আপনারাও কাশ্মিরিদের দেখলে কোলাকুলি করুন। বুঝিয়ে দিন যে তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার
এই লড়াইয়ে আপনারাও পাশে আছেন।

নিজের বক্তব্যে কংগ্রেসকে তুলোধনা করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসের ১০০ দিনে তিনি যে কাজ করেছে তার খতিয়ানও দেন মোদি। জানান, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ। অখণ্ড ভারত
তৈরির জন্যই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আগামীতে তা পূরণ হওয়ার পাশাপাশি সত্যি হবে জম্মু ও কাশ্মিরের মানুষের স্বপ্নও।

তবে আজকের সভা থেকে রামমন্দির নিয়ে যারা উসকানিমূলক মন্তব্য করছে তাদেরও সাবধান করে দেন তিনি। এই ধরনের বাজে কথা বলার কোনো মানে হয় না বলেও উল্লেখ করেন। বলেন, ‘আমি আপনাদের কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি, এই ধরনের অপ্রয়োজনীয় ও অপরিণতমনস্ক আচরণ করবেন না। বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিচারাধীন। তার ওপরে আস্থা রাখুন।’
সূত্র : সংবাদ প্রতিদিন

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী

সকল