২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘হিন্দি’ নিয়ে পিছু হটলেন অমিত শাহ

-

হিন্দিকে জাতীয় ভাষা করা নিয়ে তোপের মুখে পড়ে এবার সুর পাল্টালেন ভারতের ক্ষমতাসীন দলের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার অমিত শাহ বলেন, কারও উপর জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কথা বলিনি। মাতৃভাষার পাশাপাশি একটা দ্বিতীয় ভাষা থাকা উচিত, যেটা হিন্দি।

সংবাদসংস্থা এএনআইকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘অন্যান্য আঞ্চলিক ভাষার উপর জোর করে কখনই হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলিনি। শুধুমাত্র অনুরোধ করে বলেছিলাম, মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখানো হোক। আমি নিজে একজন অহিন্দু রাজ্য গুজরাট থেকে এসেছি। যদি কেউ এটা নিয়ে রাজনীতি করতে চান, তাহলে সেটা তার ব্যাপার’।

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের ‘কমন ল্যাঙ্গুয়েজ’ হিসেবে হিন্দির উপর জোর দেওয়ার কথা বলেছিলেন শাহ। হিন্দি দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘প্রত্যেক ভাষার নিজস্ব গুরুত্ব রয়েছে; কিন্তু গোটা দেশে একটা ভাষা থাকা দরকার, যা বিশ্ব দরবারে ভারতের পরিচিতে হয়ে উঠবে। এরকম কোনও ভাষা যদি থাকে, যা ভারতকে এক সূত্রে বাঁধতে পারবে, যে ভাষায় বেশি সংখ্যক মানুষ কথা বলেন, তা হল হিন্দি’।
অমিত শাহের এই বক্তব্যের পরই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বিশেষত, দক্ষিণের রাজ্যগুলিতে রীতিমতো প্রতিবাদ শুরু হয়ে যায়।


আরো সংবাদ



premium cement