২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মোদির স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে মমতার চমক

মোদির স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে মমতার চমক - ছবি : সংগৃহীত

রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে দিল্লি রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে, কলকাতা বিমানবন্দরে হঠাৎই প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেনের সাথে দেখা মমতার।

দু’জনের মধ্যে সৌজন্যমূলক আলোচনা হয়। যশোদাবেনের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর স্ত্রীকে একটি শাড়িও উপহার দেন মুখ্যমন্ত্রী। একইসময়ে বিমানবন্দরে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে ছবি তুলে ফেসবুকেও পোস্ট করেন তিনি।

আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে সোমবারই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন। তার সাথে রয়েছেন তার ভাই অশোক মোদী এবং ভাইয়ের স্ত্রী। ঘটনাচক্রে যাঁর নামও যশোদাবেন। মঙ্গলবার বিমানবন্দরে তাদের সাথেও আলাপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো-পর্ব মেটার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ‘কার মঙ্গলকামনায় পুজো দিলেন?’ সহাস্য উত্তর এসেছিল, ‘সকলের জন্য। সকলের ভালো হোক। একথাই বলেই ঈশ্বরকে প্রণাম করেছি।’

এদিকে, রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে রাজনীতি করতে চান না। বরাবরই একথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের একাধিক সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জন্যই মঙ্গলবার দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন তিনি।


আরো সংবাদ



premium cement