২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারতে রাসায়নিক কারখায় বিস্ফোরণে নিহত ২০

-

ভারতের মহারাষ্ট্র প্রদেশের শিরপুরে একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে শনিবার। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, গুরুতর আহত হয়েছেন আরো ২২ জন। কারখানার ভিতরে আটকে পড়েছে অন্তত ৭০ জনের বেশি কর্মী। তাদের অবস্থা সম্পর্কে জানা যাচ্ছে না।
বিস্ফোরণের পরই শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। ঘটনাস্থলে পৌঁছেছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি টিম।

প্রাথমিক খবর অনুযায়ী শিরপুরে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের কম্পাউন্ডের ভিতরেই ছিল রাসায়নিকের কারখানাটি। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আসপাশের সব গ্রামও কেঁপে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে ৬টি ফায়ার সার্ভিস ইউনিট।

বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কর্তৃপক্ষের শঙ্কা, এই ধোঁয়া বিষাক্ত হতে পারে এবং স্থানীয় বাসিন্দাদের জন্যে খুবই ক্ষতিকারক হতে পারে। যেহেতু শহর থেকে এই কারখানার দূরত্ব অনেকটাই, তাই বহু শ্রমিক তাদের পরিবার নিয়ে এখানেই বসবাস করেন। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যারা কারখানার চত্তরেই থাকে। আহতদের সাব জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement