২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মিগ-২১ নিয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধানের ক্ষোভ

মিগ-২১ নিয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধানের ক্ষোভ - ছবি : সংগ্রহ

মাঝেমাঝেই ভেঙে পড়ছে ভারতীয় বিমানবাহিনীর মিগ যুদ্ধবিমান। কিন্তু কেন এমন হচ্ছে?‌ ভারতীয় বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল যা জবাব দিলেন তা পুরোপুরি চমকে দেয়ার মতোই। বিএস ধানোয়া মঙ্গলবার বলেছেন, ‘‌আমরা যে মিগ–২১ যুদ্ধবিমান চালাই। তা ৪৪ বছরেরও বেশি পুরনো। এত বছরের পুরনো গাড়িও কোনো চালক কখনো চালায় কিনা সন্দেহ আছে।’‌

ভারতীয় একটি মিডিয়ার খবরে বলা হয়, ১৯৭৩–৭৪ সালে ভারতীয় বিমান বাহিনীর হাতে আসে মিগ–২১ যুদ্ধবিমান। পাকিস্তান বিমান এফ–১৬ তাড়া করতে গিয়েই পাকিস্তান সীমানায় ভেঙে পড়েছিল মিগ–২১। পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন অভিনন্দন বর্তমান। বাকি ঘটনা সবারই জানা। ২০০৬ সালে অন্তত ১১০ টি মিগ–২১ যুদ্ধবিমানকে প্রযুক্তিগতভাবে উন্নত করা হয়।

প্রশ্ন উঠছে, পাকিস্তান যেখানে এফ–১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে। ভারতের সেখানে চার দশকেরও পুরনো মিগ–২১ যুদ্ধবিমান ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। আর এয়ার চিফ মার্শালের স্বীকারোক্তির পর তো রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়ে গেছে।

জানা গেছে, মিগ–২১ যুদ্ধবিমানের ৯৫ শতাংশ যন্ত্রপাতিই ভারতে পাওয়া যায়। সেটাও একটা বড় কারণ মিগ–২১ ব্যবহারের। তবে ধানোয়া বলেছেন, ‘‌খুব শিগগিরই রাশিয়ায় তৈরি আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান ভারতের হাতে আসতে চলেছে। ‌‌


আরো সংবাদ



premium cement