২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গজরাজের মৃত্যু, শ্রীলঙ্কায় তোলপাড়

গজরাজের মৃত্যু, শ্রীলঙ্কায় তোলপাড় - ছবি : সংগৃহীত

সমস্যা যাই-ই হোক, তার তোয়াক্কা না করে ধর্মীয় রীতিনীতি অটুট রাখার আপ্রাণ চেষ্টা৷ রীতি মেনে গজরাজকে দীর্ঘ রাস্তা প্যারেড করানো হলো৷ আর তাতেই প্রাণ গেল বয়স্ক হাতির৷ ঘটনার কথা ছড়িয়ে পড়তে শ্রীলঙ্কার বনদপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে৷

শ্রীলঙ্কার বিখ্যাত স্থান ক্যান্ডি৷ গত সপ্তাহে বৌদ্ধ সম্প্রদায়ের এসালা পেরহারা নামে এক উৎসব ছিল এখানে৷ যার অন্যতম অঙ্গ দীর্ঘ পদযাত্রা৷ যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বন্যপ্রাণীদেরও শামিল করা হয়৷ সেদিনের পদযাত্রায় অন্তত ২০০টি হাতি ছিল৷ যার মধ্যে তিকিরি নামে একটি হাতিকেও শামিল করে মঠ কর্তৃপক্ষ৷ তিকিরির বয়স সত্তরের কম কিছুতেই নয়৷ শরীর এখন অনেকটাই ভাঙা, গজরাজের সেই তেজ আর নেই৷ তা আড়াল করতে একটি সুন্দর বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে দেয়া হয় তার শরীর৷ দুর্বল শরীরেও গজগমনে অনেকটা রাস্তাই এগিয়েছিল তিকিরি৷ আর তারপরই লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার৷

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্যপ্রাণ সংরক্ষণ সংগঠনগুলো রীতিমতো রে রে করে ওঠে৷ সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়৷ তাদের সমবেত প্রতিবাদের মুখে পড়ে ঘটনার প্রায় সপ্তাহখানেক পর তদন্তের নির্দেশ দিয়েছেন পর্যটন ও বনমন্ত্রী জন অমরতুঙ্গা৷ এসালা উৎসবে বয়স্ক প্রাণীদের জোর করে শামিল করার রীতি বাতিল হওয়ার ভাবনাচিন্তা চলছে৷ মন্ত্রী অমরতুঙ্গা বলছেন, ‘পদযাত্রায় হাতির মৃত্যুর খবরটা শোনামাত্রই আমি তদন্তের নির্দেশ দিয়েছি৷ হাতির শরীর কেমন ছিল, অসুস্থ অবস্থায় থাকলে তাকে জোর করে হাঁটানো হল কেন, সবই তদন্ত রিপোর্টে উঠে আসবে৷ সেইমতো আমরা ওই বৌদ্ধ মঠের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব৷’

রীতি অনুযায়ী, বৌদ্ধ মন্দির বা প্যাগোডাগুলিতে যেসব প্রাণীরা থাকে, তাদেরকেই সাধারণ কোনো উৎসবে শামিল করা হয়৷ কিন্তু ক্যান্ডির পশুপ্রেমী সংগঠনগুলোর দাবি, তিকিরি কখনোই ওই বৌদ্ধ মন্দিরের হাতি নয়৷ তাকে কার্যত রাস্তা থেকে তুলেই পদযাত্রায় হাঁটানো হয়েছে৷

এনিয়ে এশিয়ার হস্তী সংরক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা তথা হস্তিবিশারদ জয়ন্ত জয়বর্ধনে স্পষ্টই জানাচ্ছেন, তিকিরি অপুষ্টিতে ভুগছিল৷ ক্যান্ডিতে এভাবেই হাতিদের উপর মানুষের অত্যাচার চলে৷ আর তাদের রুগ্ন শরীর ঢাকতে সবসময় কাপড়ে মুড়ে রাখা হয়৷ বৌদ্ধধর্ম অধ্যুষিত শ্রীলঙ্কায় হাতিদের এমনিতে বেশ শ্রদ্ধার চোখেই দেখা হয়৷ এদেশের ধনীরা অনেক সময়ে হাতি পোষেন৷ তবে তাদের যত্নআত্তি নিয়ে প্রায়শয়ই অভিযোগ উঠছে৷ এই পরিস্থিতিতে তিকিরির মৃত্যুতে আরো নিন্দার মুখে সেদেশের প্রশাসন৷


আরো সংবাদ



premium cement