২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভারতে টালমাটাল শেয়ার বাজার, দাম কমছে রুপির

ভারতে টালমাটাল শেয়ার বাজার, দাম কমছে রুপির - ছবি : সংগৃহীত

ভারতে মোদি সরকারের গালভরা দাবি, আশ্বাস আর ঘোষণার পরও টালমাটাল দেশের অর্থনীতি। কাশ্মির সঙ্কটের ডামাডোলের মধ্যে মঙ্গলবার শেয়ারবাজারে বিশাল পতন ঘটেছে। ডলারের তুলনায় পড়েছে রুপির দাম। ব্যক্তিগত গাড়ি শিল্পে ৩১ শতাংশ পতন ঘটেছে। ফলে গাড়ি শিল্পে চাকরি হারাতে পারেন প্রায় আড়াই লক্ষ মানুষ।

এদিন দিনের শেষে ৬২৩.‌৭৫ পয়েন্ট বা ১.‌৬৬ শতাংশ পড়ে সেনসেক্স সূচক দাঁড়িয়েছে ৩৬৯৫৮.‌১৬ পয়েন্টে। নিফটির সূচক ১৮৩.‌৮০ বা ১.‌৬৫ শতাংশ পড়ে দাঁড়িয়েছে ১০৯২৫.‌৮৫ পয়েন্টে। ইয়েস ব্যাংক, বাজাজ ফিনান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এইচডিএফসি ব্যাংক, মারুতি সুজুকি ইন্ডিয়া, ইনফোসিসের মতো বড় কোম্পানিগুলোর শেয়ার পড়ে গিয়েছে ৫–১০ শতাংশের আশেপাশে। শুধু মুকেশ আম্বানির সোমবারের ঘোষণার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা আরআইএল–এর শেয়ারই ১০ শতাংশ বেড়েছে।

রুপির দাম মঙ্গলবার দিনভর ডলারের তুলনায় কম ছিল। এদিন দিনের শুরুতে বাজার খোলার সময়েই ডলারের তুলনায় ৪৮ পয়সা কম ছিল টাকার দাম। ফলে দিনের শুরুতে ডলার প্রতি টাকার দাম ছিল ৭১.‌২৬ রুপি। বাজার বন্ধ হওয়ার সময় তা আরো পড়ে ডলার প্রতি রুপির দাম দাঁড়ায় ৭১.‌২৯ রুপি। যা গত ছয় মাসের মধ্যে সব থেকে বড় পতন রুপির দামে।
সূত্র : আজকাল পত্রিকা


আরো সংবাদ



premium cement