২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

গলা পানিতে পাকিস্তানি সাংবাদিক, ভিডিও ভাইরাল

- ছবি : সংগৃহীত

দর্শকদের নজর টানতে পরিবেশনায় নানা কৌশল নেন কোনও কোনও সাংবাদিক। বিশেষত যখন একই খবর সবাই পরিবেশন করছেন। তফাত গড়ে দেয় পরিবেশনের ভঙ্গিমায়। আর তা করতে গিয়ে গলা পানিতে ডুবে রিপোর্টিং করলেন এক পাকিস্তানি সাংবাদিক।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদীর বিরাট অংশ পানির তলায়। আর তারই রিপোর্টিং করতে গিয়ে আজাদার হুসেন নামে এক সাংবাদিক নেমে পড়লেন গলা পানিতে। সেখানে দাঁড়িয়েই হাতে বুম নিয়ে বন্যার রিপোর্টিং করছেন।

পাকিস্তানের জি-টিভি নিউজ ভিডিওটি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। সেখানে লেখা হয়েছে, পাকিস্তানের সংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বন্যার রিপোর্টিং করছেন।

প্রশ্ন হচ্ছে বন্যা তো সব দেশেই হয়, সেই সব জায়গায় কি বন্যার পানিতে গলা পর্যন্ত ডুবে রিপোর্টিং করতে হয়। তাতেই কি একমাত্র বোঝা যায় কতটা পানি জমেছে চাষের জমিতে? কেন তাকে গলা পানিতে নেমেই রিপোর্টিং করতে হল তা সহজেই অনুমেয়।

এভাবে রিপোর্টিং করার সত্যিই দরকার ছিল কিনা তা স্পষ্ট নয়। তবে এই ভিডিও সলমন খান, নওয়াজ উদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’-এর সাংবাদিক চাঁদ নবাবকে মনে করিয়ে দিলেন। যেখানে চ্যানেলের কাছে গুরুত্ব পাওয়ার জন্য পাক সাংবাদিক চাঁদ নবাব যে কোনও পর্যায় যেতে রাজি ছিলেন।


আরো সংবাদ



premium cement