১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

সরকারি কর্মকর্তাদের আবারো পেটানোর হুমকি সেই এমপির

সরকারি কর্মকর্তাদের আবারো পেটানোর হুমকি সেই এমপির - ছবি : সংগৃহীত

ক্রিকেট ব্যাট দিয়ে পৌর কর্মকর্তাকে পেটালেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে তথা ইন্দোরের এমপি আকাশ বিজয়বর্গীয়। কয়েক ঘণ্টা টালবাহানার পর বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিন, মধ্যপ্রদেশ রাজ্যের গঞ্জি এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে অভিযান চালায় ইন্দোর পৌরসভা। এর বিরুদ্ধেই বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। দলবল নিয়ে সেখানে হাজির হন কৈলাস-পুত্র আকাশও। অবিলম্বে অভিযান বন্ধ করার দাবি জানান তিনি। পুরকর্মীরা কথা না শোনায়, কর্মকর্তাদের সঙ্গে একদফা বচসা হয় তার। এরপরও কাজ বন্ধ না করায়, ব্যাট দিয়ে এক কর্মকর্তাকে মারতে শুরু করেন আকাশ। পাশাপাশি, সেখানে উপস্থিত বিজেপি কর্মীরাও ওই কর্মকর্তাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর দলবল নিয়ে এমজি রোড থানায় হাজির হন আকাশ। সেখানে যোগ দেয় আরো বিজেপি কর্মী-সমর্থকরা। এদিকে, অনেকেই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। সেইসঙ্গে, টিভি চ্যানেলেও ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় কর্মকর্তা পেটানোর ভিডিও। তবে কৈলাস-পুত্র হওয়া সত্ত্বেও তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। আকাশসহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।

এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হলেও নিজের অবস্থান থেকে পিছু হটতে নারাজ কৈলাস-পুত্র। এই বিষয়ে প্রশ্ন করা হলে পৌর কর্মকর্তাদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আকাশের স্পষ্ট বার্তা, প্রয়োজন আবারো তিনি এই কাজ করবেন। এব্যাপারে দলের সমর্থন আছে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বিধায়ক।
তার কথায়, ‘এ তো সবে শুরু। দুর্নীতি ও গুণ্ডাগিরিকে আমরা এভাবেই শেষ করব। দল আমাদের এভাবেই কাজ করতে শেখায়। প্রথমে, আবেদন-নিবেদন, তাতে কাজ না হলে ধানা ধন (মারধর)।’
অন্যদিকে, পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার সংযোজন, ‘বাড়িগুলো যথেষ্ট ভালো অবস্থায় আছে। এগুলি ভেঙে ফেলার দরকার নেই। কিন্তু পৌর কর্মকর্তারা বাড়ির মালিকের সঙ্গে চক্রান্ত করে এগুলো ভেঙে দিতে চাইছে।’ এই ব্যাপারে কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দেগেছেন আকাশ। তার অভিযোগ, ‘বাড়িগুলো ভেঙে ফেলে সেই জায়গা কংগ্রেস নেতাদের হাতে তুলে দেয়ার পরিকল্পনা করা হয়েছে।’

ঘটনার সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র নীলাভ শুক্লা বলেন, ‘এক বিজেপি বিধায়ক আইন ভাঙছেন। ইন্দোর পৌরসভার মেয়রও বিজেপির টিকিটে জিতে আসা জনপ্রতিনিধি। বিজেপির দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এল।’
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এই ঘটনা থেকে বাংলার মানুষের জানা উচিত, কাদেরকে তারা এরাজ্যে ভোট দিয়েছে। সাম্প্রদায়িকতার বিষ বিজেপির দেহের ছত্রে ছত্রে। সেই বিষ এবার এই রাজ্যেও ছড়িয়ে দিচ্ছে তারা।’

সূত্র : পিটিআই


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ : রাশিয়া পিকআপচালককে হত্যা করে রেললাইনে লাশ ফেল গেল দুর্বৃত্তরা এক মাস না যেতেই ভেঙে গেলো রাজকীয় বিয়ে! ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ নোয়াখালীতে মেলায় সংর্ঘষ নিহত ১ কবরস্থান থেকে বৃদ্ধার বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন : পুত্রবধূ ও নাতনি গ্রেফতার মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের তিন গরুর মৃত্যু হবিগঞ্জে বাসচাপায় পিকআপের চালক ও হেলপার নিহত

সকল