২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আসামের নাগরিক তালিকা থেকে বাদ আরো লক্ষাধিক

-

আসামের জাতীয় নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ আরও বাড়ল। বুধবার প্রকাশিত এর দ্বিতীয় দফা খসড়া তারিকা থেকে বাদ পড়লেন আরও লক্ষাধিক মানুষ। বুধবার প্রকাশিত হয় নাম বাদ দেওয়ার অতিরিক্ত তালিকা।

নতুন এই তালিকায় জাতীয় নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এক লাখ ‍দুই হাজার ৪৬২ জনকে। এবার যারা বাদ পড়েছেন গত বছর ৩০ জুলাই প্রকাশিত খসড়ায় তাদের নাম ছিল। অথচ আচমকাই তারা অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তাদের নাম বাদ পড়েছে এনআরসির খসড়া থেকে।

নাগরিক নিবন্ধন প্রকল্পের রাজ্য কো-অর্ডিনেটরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০০৩ সালের নাগরিকত্ব নিয়মের ৫ নং ধারা মেনে তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত তালিকায় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। সেই খসড়ায় বাদ পড়েছিল ৪০ লাখ মানুষ। নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই।

ভারতের আসামে ‘অনুপ্রবেশকারী বাংলাদেশী’ হিসেবে চিহ্নিত করা হয় প্রচুর সংখ্যক নাগরিককে। নাগরিক তালিকা থেকে বাদ পড়া লোকজন মূলত তারাই।


আরো সংবাদ



premium cement